শ্রাবন্তী চ্যাটার্জি এপার বাংলায় যেমন পরিচিত তেমনি ওপার বাংলাতেও তিনি বেশ আলোচিত। তাকে চিনেনা এমন বাঙ্গালী দর্শক খুজে পাওয়া দুস্কর। ভারতীয় বাংলা সিনেমার প্রায় সব বড় বড় অভিনেতাদের সাথে মুভি করার পাশাপাশি তিনি ওপার বাংলার সবচেয়ে বড় সুপারশস্টার সাকিব খানের সাথেও সিনেমা করেছেন।
তিনি ১৯৯৭ সালে মায়ার বাধনে অভিনয়ের মধ্য দিয়ে তার বর্ণালী জীবন শুরু করেন। এরপর ২০০৩ সালে তিনি ‘চ্যাম্পিয়ন’ এ অভিনয়ের মধ্য দিয়ে বড় কাজের সাথে সংযুক্ত হন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। দিয়েছেন একের পর এক হিত ছবি উপহার।
তিনি সিনেমা করে যতোটা না আলোচনায় থাকেন তার চেয়ে বেশি আলোচনায় থাকেন প্রত্যহ করা কার্যকলাপের মাধ্যমে। তিনি এমন কিছু কাজ করে থাকেন যাতে বছরজুড়ে আলোচনায় শীর্ষে থাকেন তিনি। শ্রাবন্তী যতোটা আলোচনায় থাকেন মনে হয়না বাংলা সিনেমার অন্য নায়িকারা তার ধারে কাছে থাকেন।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ক্যারিয়ারের থেকে নিজের ব্যক্তিজীবনকে ঘিরেই বেশি আলোচনায় থেকেছেন তিনি। ভক্তরাও মুখিয়ে থাকেন এই নায়িকার কর্মকাণ্ডর দিকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিকে ঘিরে আবারও আলোচনায় তিনি। কাঠের মেঝেতে পাতা যোগাসনের ম্যাট। তাতে বসে
আছেন শ্রাবন্তী। ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। যা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘মজা শুরু করা যাক।’ সবকিছু ঠিকই ছিল। কিন্তু নেটিজেনরা বিষয়টিকে ভালোভোবে গ্রহণ করেননি। বরং রীতিমতো কটাক্ষ করেছেন শ্রাবন্তীকে। বিশেষ করে তার বসার ভঙ্গিমার কারণে
নোংরা ভাষায় মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এমন ড্রাই হেয়ার ও ঠোঁটে লিপস্টিক দিয়ে কে জিমে আসে!’ আরেকজন লিখেছেন, ‘বুড়ি! বুড়ি!’ আরেকজন লিখেছেন, ‘আপনি মজা বলতে কি বলতে চেয়েছেন!’ তবে
অধিকাংশ মন্তব্য এমন শব্দ চয়নে করা হয়েছে যা প্রকাশের অযোগ্য। কিন্তু এসব বিষয় মোটেও পাত্তা দেন না শ্রাবন্তী। এবারো তার ব্যত্যয় ঘটেনি।
শ্রাবন্তী এখন তার শরীর নিয়ে যথেষ্ট সচেতন। প্রায়ই তাকে তার শরীর চর্চার ভিডিও পোস্ট করতে দেখা যায়। শ্রাবন্তী যে জিমে যান সেখানে টলিউডের একাধিক তারকাও প্রায়ই শরীরচর্চা করেন। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, এই জিমের ফিটনেস কোচের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।