এক ছবিতে ৬ পরিচালক! বলিউডে কি এটা সম্ভব? প্রজাতন্ত্র দিবসে অবাক বিবেক অগ্নিহোত্রী। এবার অনেক নায়কের গল্প, যাদের দেশ এক, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর নির্মাতাদের হাতে। ছবিটির নাম ‘ওয়ান নেশন’, যেখানে পাঁচজন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালককে দলে দলে দেখা যাবে। পরিচালকদের বেল্টে বিবেকের পাশাপাশি রয়েছেন প্রিয়দর্শন, ডাঃ চন্দ্র প্রকাশ দ্বিবেদী, জন ম্যাথিউ মাথান, মাজু বোহারা এবং সঞ্জয় পুরান সিং চৌহান।
প্রতিটি পরিচালক কি আলাদা নায়কের গল্প বলবেন? নাকি একই নায়কের গল্পে ছেয়ে যাবেন ছয়জন নির্মাতা! এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। আপাতত, বিবেক তার টুইটার হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেছেন সংশ্লিষ্ট চলচ্চিত্র নির্মাতাদের সাথে, লিখেছেন, “ছয়টি জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক ভারতের অজ্ঞাত নায়কদের অকথ্য গল্প নিয়ে এসেছেন। যারা ভারতকে এক দেশ বা ‘এক জাতি’ হিসেবে রাখতে 100 বছর ধরে নিজেদের উৎসর্গ করেছেন।”
ছবিটি প্রযোজনা করবেন বিষ্ণু বর্ধন ইন্দুরি ও হিতেশ ঠক্কর। বর্তমানে, বিবেক তার স্ত্রী পল্লবী জোশী, অনুপম খের এবং ‘কানতারা’ তারকা সপ্তমী গৌড়া অভিনীত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবির শুটিংয়ে ব্যস্ত।
Six National Award winners will tell the untold tales of India's unsung heroes who dedicated their lives for 100 years to keep India as #OneNation.
Priyadarshan
Vivek Ranjan Agnihotri
Dr Chandra Prakash Dwivedi
John Methew Mathan
Maju Bohara
Sanjay Puran Singh Chauhan pic.twitter.com/tAC2SO151l— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 26, 2023
2022 সালে মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ এক বছর ধরে বিতর্কের কেন্দ্রে থাকার পরেও অস্কারের দৌড়ে রয়েছে। যদিও মনোনয়ন পাওয়া যায়নি।