হঠাৎ দেখলে বুকটা ছ্যাঁৎ করে উঠতে পারে। এ কেমন চেহারা? কে তিনি? ভাল করে তাকালে বোঝা যাবে, তিনি আর কেউই নন, উরফি জাভেদ। তাঁর পক্ষেই সম্ভব বটে! আবার কী করলেন মডেল-তারকা, যা নিয়ে শোরগোল সমাজমাধ্যমে?
ভ্রু তুলে ফেলেছেন? না তা নয়, ব্লিচ করেছেন ভ্রুর রোমে। তাতেই ত্বকের রঙের সঙ্গে মিশে গিয়েছে ভ্রুযুগল। মুখ গিয়েছে বদলে। অনেকেই ভয় পেলেন উরফিকে দেখে। মাথায় চুলও বেঁধেছেন অন্য ভাবে। সাধারণত খোলা চুল বা চেনা ধরনের বেণীতে দেখা যায় তাঁকে। ভ্রু-হীন বেশের সঙ্গে লম্বা লম্বা ঝুঁটি করে নিয়েছেন মাথার দু’দিকে।
এটা এক আপ, এক নিচে একটি বেইজ কার্গো প্যান্ট পরা. পায়ে একই রঙের স্নিকার। কিন্তু চমক শেষ। বুকে কত উজ্জ্বল অক্ষর। ইংরেজিতে বলে ‘ডার্টি’। যেন উরফি নিজের ইমেজকে ‘ধ্বংস’ করার ব্রত নিয়েছেন। টেবিল ভাঙার মধ্যেই তার আনন্দ!
উরফি নিজেকে এমনভাবে সাজায় যে মানুষ বিরক্ত হয়। তবে ফ্যাশন নিয়ে তার ধারণা মন্দ নয়, কিম্ভুত পোশাক মাঝে মাঝে মন জয় করে! সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ফলোয়ার রয়েছে।শুধু ফ্যাশনে নয়। যেখানে রিয়েলিটি শো আছে, উরফি আছে।
ইতিমধ্যেই ‘বিগ বস’-এ অংশ নিয়েছেন তিনি। এরপর বিভিন্ন সিরিয়ালে কাজ করার ফাঁকে আবারো কোনো না কোনো রিয়েলিটি শোতে ঢুকে পড়েন তিনি। সেখানে সেটে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে আসেন এই মডেল-তারকা। সম্প্রতি ‘স্প্লিটসভিলা’ ছবিতে দেখা গেছে তাকে। আবারও বাতাসে ভাসছে নতুন খবর। রোহিত শেঠির অ্যাডভেঞ্চার শো ‘খতরন কি খিলাড়ি’-এর পরবর্তী আকর্ষণ হল উরফি।