Panchami: দুঃখের খবর, কিঞ্জলের কোল থেকে পড়ে আহত হলেন “পঞ্চমী” সুস্মিতা দে! বন্ধ আছে শুটিং, চিন্থায় আছে দর্শক!

সুস্মিতা দে অপরাজিতা অপু থেকে যাত্রা শুরু করেন। বর্তমানে তিনি অভিনয় করছেন পঞ্চমী ধারাবাহিকে, সেখানে থাকে একটি ইচ্ছাধারী নাগিন এর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে মাঝখানে মাত্র তিন মাসের জন্য অভিনয় করেছেন বৌমা এক ঘর সিরিয়ালে।
কিছুদিন আগেই পঞ্চমী ধারাবাহিকটি স্টার জলসায় শুরু হয়েছে । পঞ্চমী ধারাবাহিকে একটি চরিত্র হচ্ছে সাপের কন্যা পঞ্চমী, আর সেই চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা দে। পঞ্চমী ধারাবাহিকে সুস্মিতা দের বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত। এই দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখে মুগ্ধ দর্শকবৃন্দ।
কিন্তু হঠাৎ করেই পঞ্চমীর দর্শকদের জন্য নেমে আসলো একটি দুঃসংবাদ। ধারাবাহিকে একটি দৃশ্য ছিল যেখানে সুস্মিতাকে কুলে নিয়ে মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠেছেন অভিনেতা রাজদীপ গুপ্ত।
মন্দিরের সিঁড়ি দিয়ে উঠার সময় দুর্ভাগ্যবশত পায়ে ধাক্কা লাগে রাজদীপ গুপ্তের। আর তখনই কুল থেকে পড়ে যান সুস্মিতা দে। পায়ে ব্যাথা পান রাজদীপ গুপ্ত। রাজদীপের কুল থেকে পরে কোমরে মারাত্মক ব্যথা পান সুস্মিতা দে।
দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে এক সংবাদমাধ্যমকে সুস্মিতা দিয়ে জানানঃ- অপরাজিতা অপুর শুটিং এর সময় আমার পায়ে ব্যথা পেয়েছিলাম। এবার পঞ্চমীর শুটিংয়ের সময় কোমরে ব্যথা পেলাম। মনে হচ্ছে ব্যথা পাওয়াই আমার জন্য শুভ। তার জন্যই হয়ত প্রথম সপ্তাহে পঞ্চমী টিআরপি এত ভালো হয়েছে।