শীঘ্রই মুক্তি পাচ্ছে পাঠান, কবে-কোথায় দেখবেন? চলুন জেনে আসি

শাহরুখ ভক্তদের জন্য এসে গেল অসাধারন খবর। যাকে বলে ডবল ধামাল। সিনেমাহলে মুক্তির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেতে চলেছে শাহরুখের কামব্যাক মুভি পাঠান। ঘরে বসে মুঠোফোনে পাঠান কবে থেকে দেখা যাবে সেই তারিখ জানতে মুখিয়ে ছিল অনেক সিনেভক্ত মানুষ। এবার সব অপেক্ষায় অবসান গটতে চলেছে।

২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তির ঠিক চার মাস পর অর্থাৎ ২৫ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম আমাজন ভিডিয়োতে দেখা যাবে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহম অভিনীত বলিউডের বহু অপেক্খার ও বিতর্কিত ছবি পাঠান । তাই বলা যেতেই পারে অতি তারা তারি ঘরে-বাইরে সর্বত্রই পাঠান দেখার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছে শাহরুখ ভক্তরা। ২৫ এপ্রিল ওটিটিতে পাঠান মুক্তির খবরে আনন্দিত দর্শকরা।

২০২০ সাল থেকেই বিনোদনের অন্যতম মাধ্যম হিসাবে অত্যন্ত পপুলার হয়ে উঠেছে ওটিটি। ঘরে বসে মনোরঞ্জনের পারফেক্ট ডোজ পেতে ডিজিটাল দুনিয়ার জুরি মেলাভার। কাজের ব্যস্ততার মাঝে অনক সময়ই হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয়ে উঠে না। তখন ওটিটি প্ল্যাটফর্মই থাকে এক ও অন্যতম ভরসার জায়গা যার মাধ্যমে বাসায় থেকে দেখা যাবে।

তাই পাঠানের মতো ছবিও প্রতিটি দর্শকের কাছে পৌঁছে দিতে ২৫ এপ্রিল আমাজন প্রাইমে আসছেন ‘পাঠান’ শাহরুখ। ছবি নিয়ে একদিকে যেমন দর্শকের মধ্যে উন্মাদনা লক্ষ্যণীয় ঠিক তেমনই সিনেমার প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসও পাঠান নিয়ে খুবই আশাবাদী। অভিনব কায়দায় চলছে সিনেমার প্রচার।

ওটিটি-তে পাঠান মুক্তি নিয়ে হাই কোর্টের তরফে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, আমাজন প্রাইমে রিলিজের জন্য সাবটাইটেল যুক্ত করতে হবে। হিন্দিতে ক্লোজ ক্যাপশনিং করার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

যাঁদের শোনার সমস্যা রয়েছে তাঁরা যাতে সাব টাইটেল দেখে ছবিটি বুঝতে পারেন সেই জন্যই এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী সিলভার স্ক্রিনে পাঠান মুক্তির ক্ষেত্রে হাইকোর্ট কোনও পরামর্শ দেয়নি, নিয়ম কার্যকর হব শুধু মাত্র মুঠোফোনের দর্শকের জন্য।

বয়কট ট্রেন্ডের মঝেই ভারতে পাঠানের অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে। একাধিক সূত্রের খবর, ২০ জানুয়ারি ভারত জুড়ে মাাত্র পাঁচ ঘণ্টায় পাঠানের কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রযোজক ও ফিল্ম সমালোচক গিরিশ জোহর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে পাঠানের প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে মত প্রকাশ করলেন। তিনি বলেন, “ভারতের মতো বিদেশেও পাঠানের ক্রেজ রয়েছে। সেখানেও শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সপ্তাহের মাঝে পাঠান মুক্তি পেলেও ৩৬ কোটি থেকে ৩৮ কোটির ব্যবসা অনায়াসেই করতে পারবে।”

About Shariful Islam

Check Also

সালমান খানের কাছে ফিরেছেন ক্যাটরিনা কাইফ, কিছুদিন আগে বিয়ে করেছেন ভিকি কৌশলকে

বলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন তারকা অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ কখনও কখনও শীর্ষ প্রবণতা হয়ে …