Breaking News

টানা ১৬ বছর গর্ববতী, এবার এই ১২ সন্তানের মা থামতে চান

আধুনিক যুগে কতো বাহারী রকমের খবর ই না আমাদের চোখে পড়ে। কতো কিছুই না ভাইরাল হচ্ছে এই ইন্টারনেটে, কতো অজানা জিনিসই না আমাদের চোখে পরছে। খেলাধুলা থেকে চাষবাষ, মানুষের জীবন বৃত্তান্ত, শিক্ষা, বিনোদন। বলতে গেলে এই ইন্টারনেটেই যেন আমাদের এই যুগতাকে সহজ করে দিয়েছে।

আজকের প্রতিবেদনটি একজন আমেরিকান মহিলাকে নিয়ে যিনি বর্তমানে ১২ সন্ততানের মা। আমরা যদি আমাদের আশে পাশে একটু ভালোভাবে খেয়াল করি দেখবো যে অনেক মহিলাই রয়েছেন যাদের কোন সন্তানাদি হয়না। তারা একটি সন্তানের জন্য কতো কিছুই না করে থাকেন, কতো ডাক্তার কবিরাজের শরনাপন্ন হয়ে থেকেন শুধেমাত্র একটি বাচ্চার জন্য।

কিন্ত না তাদের বাচ্চা আর আসেনা। অপরদিকে দেখা যায় যে আধুনিক এই যুগে অনেক মেয়েরাই বাচ্চা নঢট করে থাকেন । ভালোবাসার নামে প্রেমিকের সাথে অপকর্ম করে আর সেই অপকর্মের ফেড় ধরে পেটে আসে বাচ্চা, কিন্ত সেই বাচ্চাকে প্রেমিক আর পরবর্তিতে মেনে নেয়না, যার ফলশ্রুতিতে একটি নবজাতকের প্রানহানী ঘটে।

কিন্ত অপরদিকে আমেরিকান এই মহিলা যেন বর্তমানের ম্মেয়েদের জন্য এক রুল মডেল। তিনি তার সন্তানদের যথার্থ মুলয়ায়ন করছেন। উপর ওয়য়ালার কি কৃপা কারো নেই এক সন্তান আর কারো বা ১২ সন্তান।
১২ সন্তানের মা আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা আইরিশ পারনেল একটানা ১৬ বছর কোনও না কোনও সময় অন্তঃসত্ত্বা হয়েছেন।

একটানা ১৬ বছর কোনও না কোনও সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা আইরিশ পারনেল, মা হয়েছেন ১১ বার। কিন্তু এ বার সত্যিই থামতে চান তিনি।

পেশায় নৃত্যপ্রশিক্ষক আইরিশের সঙ্গে ২০০৫ সালে আলাপ হয় আন্তর্জাতিক নৃত্যশিল্পী করডেলের সঙ্গে। প্রণয় বিবাহের দিকে গড়াতে সময় নেয়নি। বিবাহের কিছু দিন পরই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। করডেলের আগে থেকেই এক পুত্রসন্তান ছিল।

তার পর একে একে ১১ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমকে আইরিশ জানিয়েছেন, তিনি করডেলের সন্তান গর্ভে ধারণ করতে ‘ভালবাসেন’। সন্তানধারণ করা তাঁকে আধ্যাত্মিক উত্তরণের সুখ দেয় বলেও দাবি করেছেন আইরিশ।

About Shariful Islam

Check Also

বিবাহিত অথবা অবিবাহিত সকলের পড়া উচিৎ- এক করুণ কাহিনী

এক রাতে কাজ শেষে বাসায় ফেরার পর আমা’র স্ত্রি প্রতিদিনের মত আমাকে নিয়ে রাতের খাবার …