Breaking News

Projapoti vs Pathaan: যতই শাহরুখ আসুক টলিউডের রাজা শুধুই দেব! বলিউডও করতে পারল না কাবু, রমরমিয়ে ১০ কোটি পেরোল প্রজাপতি

গত বছর বড়দিনে মুক্তি পায় অতনু রায় চৌধুরী প্রযোজিত ‘প্রজাপতি’ ছবিটি। এই সিনেমা নিয়ে বাংলায় সমালোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক কারণে হোক বা ব্যক্তিগত ক্ষোভের কারণে, দেব থাকলেও নন্দনে ছবিটি প্রদর্শিত হয়নি। এদিকে মিঠুন চক্রবর্তীর পারফরম্যান্সের সমালোচনা করেছেন একের পর এক তৃণমূল নেতা।

কিন্তু দলটি নিন্দুকের মুখে ছাই দিয়ে প্রজাপতির সাকসেস পার্টি নিয়ে ব্যস্ত ছিল। প্রতিটি হল যেখানে প্রজাপতি স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছিল হাউসফুল ছিল। কিন্তু মুক্তির পর থেকেই কাল পাঠান। মুম্বাই থেকে নির্দেশ এসেছে, স্ক্রিনিং হবে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে।

এ নিয়ে বাংলায় কার্যত প্রতিবাদের ঝড় ওঠে। কিন্তু তাতে পাঠানের কোনো উপকার হয়নি। বরং সবার মুখ বন্ধ করে সারা বিশ্বে ৮৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে।

কিন্তু প্রজাপতি? এত কিছুর পরও উদযাপনের কমতি ছিল না প্রজাপতির দলে। কারণ এখন পর্যন্ত প্রজাপতির বক্স অফিস কালেকশন 10.27 কোটি টাকা। এই শুক্রবার “বাটারফ্লাই” মুক্তির 50 তম বার্ষিকী চিহ্নিত করেছে। আর ইতিমধ্যেই এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। আর তাতেই উদযাপনের মেজাজ। সেই খবর সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। ছবিটির পরিবেশক সতদীপ সাহা টুইট করেছেন, “বেশি কিছু বলার নেই… 49 দিন পর, প্রজাপতির আয় 10.27 কোটি ছাড়িয়েছে। প্রজাপতি বাংলা বক্স অফিসে ইতিহাস তৈরি করেছেন৷

বাংলায়, যারা সম্প্রতি 10 কোটির মাইলফলক ছুঁয়েছে তাদেরও নাম খোদাই করা আছে। সেই দুটি সিনেমা হল “চান্দের পাহাড়” এবং “আমাজন অভিযান”। সমালোচনার ঝড় থাকলেও চাঁদের হিল যে পরিমাণ অর্থ উপার্জন করেছে তা বিস্ময়কর। এই সিনেমাটি 18 কোটি রুপি আয় করেছে।

About Shariful Islam

Check Also

মুক্তির আগেই হাজার কোটি আয় ‘পুষ্পা’র সিক্যুয়েলের! কীভাবে?

‘পুষ্প: দ্য রাইজ’ 17 ডিসেম্বর, 2021-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মান্দানার …