Breaking News

বৃদ্ধ হয়ে গেলেন প্রসেনজিত,মাথার চুলও উঠে গেছে …

পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হঠাৎ ভিন্ন লুকে হাজির। ভক্তরা তাকে এই রূপে দেখে অবাক! মাথায় চুল প্রায় নেই, মুখে কাঁচা-পাকা দাড়ি।

চেক শার্ট আর লুঙ্গি পরে পুকুর পাড়ে বসে আছেন প্রসেনজিৎ। সোশ্যাল মিডিয়ায় এমন ছবি শেয়ার করেছেন অভিনেতা নিজেই। তবে সেই টুইটের ক্যাপশনে ছবি পোস্ট করে গোপন কথা জানিয়েছেন প্রসেনজিৎ। সৌভিক কুন্ডু পরিচালিত ‘অ্যায় খুকু আয়’ ছবিতে এই লুকে দেখা যাবে তাকে।

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, জিৎ ও আমি অনেকদিন ধরেই ভালো চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। আমরা দুজনেই এমন কিছু করতে চেয়েছিলাম যা এই করোনা আবহাওয়ায় দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনবে।

প্রসেনজিতের মেয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। এছাড়াও রয়েছেন সোহিনী সেনগুপ্ত এবং রাহুল দেব বোস। শোনা যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের রাফিয়াথ রশিদ মিথিলাকে।

About Shariful Islam

Check Also

১০ বছরের মান অভিমান শেষের পর বলিউড থেকে আবার বাংলা সিনেমায় ফিরছেন জনপ্রিয় টলিউড সুপারস্টার

সাম্প্রতিক কালে কিছু সফল বাংলা সিনেমার হাত ধরে টলিউডের হাল ফিরেছে। ফলে আবার ঘুরে বেড়াচ্ছে …