প্রকাশ্যে চুমু দিয়ে, তীব্র সমালোচনার মুখে শুভশ্রী!

কলকাতার অভিনেত্রী শুভশ্রী বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুভেচ্ছা জানাতে রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে- রাজ চক্রবর্তীর ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন শুভশ্রী। এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কঠোর সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী।
সেই ছবির কমেন্টে অনুরাগীরা তাদের ভালোবাসাকে অভিনন্দন জানিয়েছেন।

আবার কেউ কেউ ব্যবহার করেছেন ‘নির্লজ্জ’, ‘জঘন্য’ শব্দ ব্যবহার করেছেন। জানিয়েছেন তীব্র সমালোচনা।
একজন কমেন্টে লিখেছেন- ‘এটাও কি দিদির অনুপ্রেরণায়? আরেকজন লিখেন- ‘চুমু খাওয়ার ছবি দিয়ে কেন যে এরা নতুন বছরের শুভেচ্ছা জানায় বুঝতে পারি না।

২০১৮ সালে বিয়ে হয় রাজ-শুভশ্রী। এর পর ২০২০ সালে দ্বিতীয় বিবাহবার্ষীকিতে দেন বাবা-মা হতে চলার খবর। সেপ্টেম্বরে তাদের কোল আলো করে আসে ইউভান। মা-বাবার মতোই বিখ্যাত এই খুদেও।

চলতি বছরে, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লাহ’ছবিতে দেখা গিয়েছে শুভশ্রীকে। তৃণমূল কংগ্রেসের বিধায়কের দায়িত্বে রয়েছেন রাজ। শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে তাই কটাক্ষের মুখে পড়তে হয় শুভশ্রীকে।

About Shariful Islam

Check Also

মা হতে চলেছেন টলি জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক? ভাইরাল বেবি মাম্মার মিষ্টি হাসির ছবি

বাংলা ইন্ডাস্ট্রি একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। সেই সঙ্গে তার স্বামী হলেন একজন জনপ্রিয় …