অবশেষে বলিউড অভিনেতা রণবীর কাপুর সৌরভ গাঙ্গুলীর শহরে এসে ব্যাট হাতে স্টেডিয়ামে আঘাত করলেন। বর্তমানে, অভিনেতা রণবীর কাপুর তার আসন্ন ছবি ‘তু ঘুটি ম্যায় মক্কর’-এর প্রচার নিয়ে খুব ব্যস্ত। আপনাদের জানিয়ে দেওয়া যাক, প্রথমবার শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।
সেই ছবির প্রচারে গতকাল অর্থাৎ রবিবার কলকাতায় এসেছিলেন জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। ছবির প্রচারণা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার পর ক্রিকেটের বাড়ি নন্দনকানন ইডেন গার্ডেনে পৌঁছে যান রণবীর কাপুর। সেখানে সৌরভ গাঙ্গুলীর সাক্ষাৎকার ছাড়াও অভিনেতাকে ব্যাট হাতে দাদার সঙ্গে দাদাগিরি দেখাতে দেখা গেছে।
ইডেন গার্ডেনে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর সঙ্গে রণবীর কাপুরের ক্রিকেট খেলার ভিডিও বর্তমানে নেটে ছড়িয়ে পড়েছে। আর ঝড়ের গতিতে সেই ভিডিও ভাইরাল করার দায়িত্ব নিয়েছেন নেটপ্রেমীরা। উল্লেখ্য, লাভ প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের নতুন সিনেমা। জানলে অবাক হবেন, একই প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাবে ভারতীয় ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক!
স্বাভাবিকভাবেই সৌরভ গাঙ্গুলীর সঙ্গে রণবীর কাপুরের সাক্ষাৎকার নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। নেটপ্রেমীরা মনে করছেন, সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে অভিনয় করতেই দুই তারকার এই পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। তবে রণবীর কাপুরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দাদার বায়োপিক নিয়ে আমার এখনো কোনো কথা হয়নি। কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বর্তমানে আমি কিশোর কুমারের বায়োপিকে কাজ করছি।
এদিকে মহারাজকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বায়োপিকের জন্য আমার প্রথম পছন্দের অভিনেতা রণবীর কাপুর, কিন্তু রণবীর সেই কাজ করছেন না। রণবীর কাপুরের দুর্দান্ত অভিনয় দক্ষতা রয়েছে। আমি তার বেশ কয়েকটি সিনেমা দেখেছি, তার অভিনয় দেখেছি। দক্ষতা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আসন্ন সিনেমাটি হিট হবে।”