Breaking News

Ranga Bou: অবিশ্বাস্য! ‘গ্রামের মেয়ে হয়ে রাঙা বউ সাঁতার জানে না!’

জি বাংলায় বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে তার মধ্যে একটি হল ‘রাঙা বউ’। শুরু থেকেই ভিন্ন ধরনের গল্প মানুষকে আকৃষ্ট করেছে এই ধারাবাহিকে। রাঙা বউ-এর প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা গৌরব রায় চৌধুরী ও অভিনেত্রী শ্রুতি দাসকে। দর্শকরা এর আগেও জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ত্রিনয়নী’তে এই অভিনেতা-অভিনেত্রী জুটিকে দেখেছেন। এই ধারাবাহিকের জনপ্রিয়তা দেখে দর্শকদের অনুরোধে আবারও এই জুটিকে ফিরিয়ে এনেছে জি বাংলা।

যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন যে গ্রামের মেয়ে পাখি তার বাবার মৃত্যুর খবর না জেনে কুশকে বিয়ে করে। বিয়ের পর কুশ পাখিকে বলতে পারেনি যে তার বাবা-মা চলে গেছে। অন্যদিকে কুশ আলতা কারখানার মালিক যেখানে কাজ করতে গিয়ে তার বাবা মারা যান।

কিন্তু বাড়িতে কুশের দাদা চক্রান্ত করে পাখির সামনে আসল সত্য তুলে ধরেন। আর পাখি স্বাভাবিকভাবেই তা শুনে মেনে নিতে পারে না। আর সোজা দৌড়ে গঙ্গায় ঝাঁপ দিল। তাকে বাঁচাতে কুশও ঝাঁপ দিল গঙ্গায়। কিন্তু সেখানে দেখা যায় নায়ক নিজেও সাঁতার জানেন না এবং তিনি ডুবে যাচ্ছেন। তাই এবার দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, কুশ কি পারবে রাঙা বউকে বাঁচাতে? অথবা তারা তার আগে একসাথে শেষ হবে।

কিন্তু এবার জি বাংলার ধারাবাহিক এই দৃশ্য দেখে ট্রোলের শিকার হয়েছেন। দর্শকদের মতে, ধারাবাহিকে নায়িকা পাখি একজন গ্রামের মেয়ে। তাই তার সাঁতার জানা খুবই স্বাভাবিক। সে কী করে গঙ্গায় ডুবে যায়! এ প্রশ্ন উঠছে সবার মধ্যেই।

প্রসঙ্গত, এর আগেও এই সিরিজের শুরুতে চরম ট্রলের শিকার হয়েছিল এই সিরিজ। প্রথমে গল্পে নায়ককে এমন একটি রোগে ভুগছেন যা তাকে সবকিছু ভুলে যেতে দেখায়। আর তা নিয়েই ট্রোলের মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে। সম্প্রতি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …