বলিপাড়ায় তাদের বন্ধুত্বের কথা জানা যায় না। বন্ধুত্বে উত্থান-পতন থাকলেও সময়ে সময়ে তারা একে অপরের পাশে থেকেছেন। একে অপরের চলচ্চিত্রের প্রচার থেকে শুরু করে চলচ্চিত্রে ক্যামিও চরিত্রে অভিনয় করা, বলিপাড়া তাদের বন্ধুত্বের উদাহরণ একাধিকবার দেখেছে। বলা হচ্ছে শাহরুখ খান ও সালমান খানের কথা। সেই ঐতিহ্য এবারও বজায় রাখলেন দুই বন্ধু।
25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজারও মুক্তি পেতে চলেছে। শুধু তাই নয়, ‘পাঠান’ ছবির সঙ্গে ভাইজানের নতুন ছবির টিজারও দেখানো হবে বড় পর্দায়। অন্য কথায়, সালমান ভক্তদের জন্য প্রেক্ষাগৃহে একটি বাড়তি চমক অপেক্ষা করছে।
পাঠান ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সালমানকে। এই ছবির পাশাপাশি ভাইজানের ভক্তদের জন্য সালমানের নতুন ছবির টিজার যুক্ত হতে চলেছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে এই খবর শেয়ার করেছেন সালমান নিজেই। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির পোস্টারও পোস্ট করেছেন তিনি। তবে সেই পোস্টারে অভিনেতা তার সম্পূর্ণ ‘লুক’ প্রকাশ করেননি।
#KisiKaBhaiKisiKiJaan Teaser ab dekho bade parde par on 25th Jan…@VenkyMama @hegdepooja @IamJagguBhai @bhumikachawlat @boxervijender #AbhimanyuSingh @TheRaghav_Juyal @siddnigam_off @jassiegill @ishehnaaz_gill @palaktiwarii #VinaliBhatnagar @farhad_samji @ShamiraahN pic.twitter.com/pbVSce3xYH
— Salman Khan (@BeingSalmanKhan) January 23, 2023
শাহরুখের মতোই দীর্ঘ প্রতীক্ষার পর রূপালি পর্দায় ফিরছেন সালমানও। বলিউডে তার শেষ ছবি ‘অ্যান্টিম’। এরপর দুই বছরের অপেক্ষা। ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ প্রমুখ। ‘বিগ বস’ খ্যাত শেহনাজ গিল এবং টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি এই ছবি দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন। ফরহাদ সামজি পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন সালমান নিজেই।
এদিকে যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বক্স অফিসে ঝড় তুলেছে। দেখা যাক মুক্তির পর বক্স অফিসে কেমন করে এই ছবি।