Breaking News

মধ্যপ্রদেশ থেকে মিলল ৬৬ মিলিয়ন বছর পুরনো সাতটি ডাইনোসরের ডিম বিস্তারিত দেখন…

সে কোন আদিম যুগে হেঁটে বেড়াতো তারা পৃথিবীর বুকে! এখন মাটি খুঁড়লে কেবল পাওয়া যাবে তাদের জীবাশ্ম। তবে শুনে অবাক হবেন এককালে ভারতেও ছিল এই আদিম যুগের সরীসৃপেরা।সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে সাতটি ডাইনোসরের ডিমের ফসিল উদ্ধার করা হয়েছে। যা সারা বিশ্বকে অবাক করেছে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মান্ডলা জেলায় তৃণভোজী ডাইনোসরের সাতটি জীবাশ্ম ডিম পাওয়া গেছে।

দাবি করা হয়েছে, জীবাশ্ম গুলো প্রায় ৬৫ মিলিয়ন বছর পুরনো। ডিম গুলি সম্ভবত ডাইনোসরের এক নতুন প্রজাতির। ডাক্তার হরিসিং গৌর মধ্যপ্রদেশের সাগর জেলার বিশ্ববিদ্যালয়ে ভুবিজ্ঞানের প্রোফেসর।

তিনিই উদ্ধার করেন সেই ডিমগুলি। তিনি বলেন, “৩০ অক্টোবর আমি মন্ডলা জেলার স্কুলের এক ছাত্র প্রশান্ত শ্রীবাস্তবের কথা মতো একটি ওয়েবসাইট দেখি। ওই সেখানকার এক স্থানীয় যুবকের হাতে প্রথম দেখে ডিমগুলিকে।”

তিনি জানিয়েছেন, ডিমগুলোর ওজন প্রায় ২ কেজি ৬০০ গ্রাম আর ৪০ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ। লকডাউন এর আগে ডিম গুলিকে একটি ট্যাঙ্কে রাখা হয়েছিল। হরিসিং গৌরের ধারণা এই ডিমগুলি ডাইনোসরের একটি নতুন প্রজাতির।

এখন পর্যন্ত ভারতীয় বিজ্ঞানীদের কাছে এই প্রজাতি সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। এই সরীসৃপগুলি একবার ভারতের গুজরাট এবং মধ্য প্রদেশে পাওয়া যেত।এই নতুন আবিষ্কার আমাদের ডাইনোসরের বিস্তার বুঝতে সাহায্য করতে পারে।

এমনকি তাদের বিলুপ্তি সম্পর্কেও অনেক তথ্য জানা যায়। এই ডিমগুলি বেকড বা সাবেরড ডাইনোসরের একটি নতুন প্রজাতির অন্তর্গত।

About Shariful Islam

Check Also

Viral video : মদের নেশায় বুঁদ এক ব্যক্তি, তেড়ে গেলেন একজোড়া কুমিরের দিকে, তারপর যা হল

বর্তমান যুগে আট থেকে আশি মানুষ কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। ধীরে …