বছর 1993 এক যুবক সদ্য বলিউডে পা রেখেছেন। আব্বাস-মস্তান পরিচালিত ‘বাজিগর’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন শাহরুখ খান। তিনি তথাকথিত নায়ক নন, তবে ‘বাজিগর’-এর মতো ক্রাইম থ্রিলার ঘরানার ছবিতে শাহরুখ ঠান্ডা মাথার অপরাধীর ভূমিকায় অভিনয় করেছিলেন। যা দর্শক ও সমালোচকদের মন জয় করেছে।
২০২৩ সালে সেই ছবির ৩০ বছর। প্রায় তিন দশক পর ছবির পেছনের সত্যতা প্রকাশ করলেন আরেক বলিউড অভিনেতা ও পরিচালক। তিনি দীপক তিজোরি। তিনি বলেন, আব্বাস-মস্তান তার কাছ থেকে ‘বাজিগর’ ছবির আইডিয়া চুরি করে নিয়েছিলেন। আসলে শাহরুখের চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু দুই পরিচালকই শাহরুখকে অন্ধকারে রেখে সেই চরিত্রের জন্য বেছে নিয়েছেন বলে জানিয়েছেন ‘জো জিতা ওহি সিকান্দার’ অভিনেতা।
আমেরিকান ক্রাইম থ্রিলার ‘এ কিস বিফোর ডাইং’ মুক্তি পায় ১৯৯১ সালে। সেই ছবির গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘বাজিগর’ ছবিটি। এক সাক্ষাৎকারে অভিনেতা-পরিচালক দীপক তিজোরি বলেন, ‘আমি ‘আ কিস বিফোর ডাইং’ ছবিটি দেখে আব্বাস-মাস্তানের কাছে গিয়েছিলাম।
তারা ছবিটির ধারণা পছন্দ করেছে। আমি তখন ভিলেনের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম।” দীপকের কাছ থেকে ছবির স্ক্রিপ্ট শোনার পর পরিচালক জুটি আব্বাস-মাস্তান খলনায়ক হিসেবে বেছে নেন শাহরুখ খানকে। সেদিন মুক্তি পায় ‘প্রিয়’। সেই ছবিতেও ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। শাহরুখকে খলনায়ক হিসেবে চূড়ান্ত করার পর দীপক তিজোরি ‘বাজিগর’ থেকে বেরিয়ে যান। ‘বাজিগর’ ছবিতে অভিনয় করতে না পারার আক্ষেপ এখনো রয়ে গেছে তার মনে।