সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ভিত্তিক এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ,নথি, ভিডিও এবং ফটোর মতো সামগ্রী দ্রুত ইলেকট্রনিক যোগাযোগ দেয়।
সেই ব্যবহারকারীরা একটি কম্পিউটার ট্যাবলেট, বা একটি স্মার্টফোনের মাধ্যমে কোন ওয়েব ভিত্তিক সফটওয়্যার বা
অ্যাপ্লিকেশনের মাধ্যমে সামাজিক মিডিয়ার সঙ্গে তারা জড়িত হন। আগেকার দিনে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য টেলিভিশন
বা রেডিও একটা অডিশনের ওপর নির্ভর করত। বাস্তব চিত্রটা আগেকার দিনে তেমনই ছিল। কিন্তু বর্তমানে চিত্রটা অনেকটাই বদলেছে। যুগ এগিয়েছে সামনের দিকে।
তারকারা যে সবসময় টাইমলাইন জুড়ে থাকতে বেশ পছন্দ করেন, তা ভালো ভাবেই বোঝা যায়। সেটা টেলিভিশন জগতের হোক কিংবা বলিউড, টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। তাই তো মাঝে মধ্যেই নেট দুনিয়ায় উঠে আসে তাদের সমস্ত ভিডিও,ছবি,যা অনায়াসে দর্শকদের মন কেড়ে নেয়।তারা সেগুলো বেশ ভালোই উপভোগ করেন।
অনুরাগীদের চমক দিতে ভালবাসেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আগাগোড়া অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে থাকতে হঠাৎ করে রাজনীতিতে নাম লেখানোয় চমকে গিয়েছিলেন শ্রাবন্তী ভক্তরা। রাজনীতিতে নাম লেখানোর পরপরই চতুর্থ প্রেমিকের গুঞ্জন প্রকাশ্যে আসে অভিনেত্রীর।
এখন রাজনীতিকে বিদায় জানিয়েছেন ঠিকই, তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা এখনো অব্যাহত। এর মাঝেই শ্রাবন্তীকে বিয়ের সাজে দেখলে অবাক তো লাগবেই। হঠাৎ করেই যদি দেখেন কোনো নায়িকাকে বিয়ের সাজে ধরা দিতে, তাহলে কিন্তু একদমই অবাক হবেন না। কারণ এটাই এখন ট্রেন্ডিং। তা যদি আবার হয় চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে তাহলে তো কথাই নেই।
তিন নম্বর বিয়ের জার্নি অনেকদিন আগেই শেষ করেছেন নায়িকা, টলিউডে আবার কানাঘুষো চতুর্থ প্রেম শুরু করেছেন সুন্দরী নায়িকা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এমনি একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। লাল বেনারসী,গা ভর্তি গয়না, গলায় মালা, মাথায় মুকুট আর সিঁথি ভর্তি সিঁদুর। আচমকা এমন ভিডিও দেখলে চমক লাগারই কথা। ঠিক কণের বেশেই সেজে উঠলেন অভিনেত্রী। হতবাক হয়ে গেছেন নেটিজেনরা!
ব্যাপারটা ঠিক কি! একে তো বিয়ের মরসুম, তার উপর আবার বিয়ের আমেজেই কনের বেশে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এমনিতেই নায়িকার তৃতীয় বিয়ের বিচ্ছেদের মামলা শুরু হয়েছে।
তাঁর নতুন প্রেম নিয়েও গুঞ্জন শুরু হয়েছে ২০২১ সাল থেকে। জানিয়ে রাখি, নায়িকার এমন কনের সাজের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সবটাই ঘটেছে ক্যামেরার নেপথ্যে। আগামী ছবির শুটিং করছিলেন শ্রাবন্তী।
শুটের ফাঁকেই তুলেছেন এই ভিডিও। বাঙালি কনের সাজে নিজেকে কেমন লাগে সেটা অনুরাগীদের দেখানোর উদ্দেশেই এই বিশেষ ভিডিও। ক্যামেরা একটু ঘোরাতেই চোখে পড়ে ক্যামেরা ও ছবির কলাকুশলীদের। আর মধ্যমণি হয়ে হাসিমুখে বসে শ্রাবন্তী। এমন চমক অবশ্য আগেও দিয়েছেন অভিনেত্রী। তবে তখন তাঁর পাশে বর বেশে দেখা গিয়েছিল অভিনেতা ওম সাহানিকে।
ডিজাইনার ধুতি পাঞ্জাবি, মাথায় টোপর, গলায় মালা পরে ‘স্ত্রী’ শ্রাবন্তীর কাঁধে হাত দিয়ে ক্যামেরার জন্য পোজ দিয়েছিলেন তিনি। নতুন ছবিতে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন ওম শ্রাবন্তী। তারই লুক টেস্টের একটি ভিডিও প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। একটি হরর থ্রিলার ছবিতে দেখা যাবে ওম শ্রাবন্তীকে। ছবির নাম ‘ভয় পেয়ো না’। এর আগে একই ছবিতে অভিনয় করলেও দুজনের জুটি বাঁধা এই প্রথম।
ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন্যা এবং ওম অভিনয় করবেন চিকিৎসক আকাশের চরিত্রে। তাঁরা স্বামী স্ত্রী। এবার দেখার পালা এই ছবিতেও এই জুটি কতটা আকর্ষণীয় হয়ে উঠতে পারে দর্শকদের কাছে। চরিত্রটিকে আপাত সাধারন মনে হলেও ওই চমকটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। শ্রাবন্তী নিজেও প্রথম বার গল্পটি শুনে চমকে গিয়েছিলেন।