Sudipa Chatterjee: এই ভুলটা করলেও কিছুতেই স্বীকার করে না “মহানায়িকা” ঋতুপর্ণা! চালুনি বলে ছুঁচকে তোর পিছনে কেনো ছ্যাদা”, Trolled হয়ে গেলো সুদীপা

একজন টলিউডের রানী এবং অন্যজন অন-ক্যামেরা রান্নার রানী। আপনি ঠিকই অনুমান করেছেন, একজন হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, আর অন্যজন হলেন সুদীপা চ্যাটার্জি।

দুজনই নিজ নিজ ক্ষেত্রে সেরা। কেউ কাউকে হারাতে পারবে না। কিন্তু কখনও কখনও তারা তাদের বিভিন্ন ক্লিপিংস এবং চরিত্রের বৈশিষ্ট্যের জন্য ট্রোলড হন। এতে তারা বেশ অভ্যস্ত হয়ে পড়েছে।

দুজনই নিজ নিজ ক্ষেত্রে সেরা। কেউ কাউকে হারাতে পারবে না। কিন্তু কখনও কখনও তারা তাদের বিভিন্ন ক্লিপিংস এবং চরিত্রের বৈশিষ্ট্যের জন্য ট্রোলড হন। এতে তারা বেশ অভ্যস্ত হয়ে পড়েছে।

বেশ কয়েকদিন ধরে, সুদীপা তার রান্নাঘর থেকে বেশ কয়েকটি রেসিপি শেয়ার করার জন্য ট্রোলড হয়েছেন। কিন্তু এরই মধ্যে তিনি নিজেই ঋতুপর্ণার বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছেন। তাদের জেনেও হৈচৈ হয়।

যদিও জানা গেছে সুদীপা ও ঋতুপর্ণার মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। সুদীপা ঋতুপর্ণাকে দিদি বলে ডাকে। কিন্তু তা সত্ত্বেও তিনি কিছু বাজে কথা বলেছেন।

আসলে এটা কোন খারাপ কাজ নয় বরং খারাপ চরিত্র। তিনি জানান, চিত্রনাট্য পড়ার জন্য মাঝে মাঝে ঋতুদির কাছে যেতে হয়। মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। আর একটু সজাগ হয়ে উত্তর দিতেন, ‘এত সুন্দর লিখলেন কী করে?’ কিন্তু তিনি কখনই স্বীকার করবেন না যে তিনি ঘুমিয়েছিলেন। এছাড়াও দেরীতে ঋতুস্রাবের অভ্যাস সবারই জানা। কিন্তু তাতে কী! তিনি মৌসুমী! টলিউড শুধু তার জন্যই অপেক্ষা করতে পারে।

About Shariful Islam

Check Also

মা হতে চলেছেন টলি জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক? ভাইরাল বেবি মাম্মার মিষ্টি হাসির ছবি

বাংলা ইন্ডাস্ট্রি একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। সেই সঙ্গে তার স্বামী হলেন একজন জনপ্রিয় …