বছরের শুরু এই সপ্তাহের টিআরপি মানে 2022 সালের চূড়ান্ত ভাগ্য পরীক্ষা। এই বছরটি দীর্ঘ হোক বা সংক্ষিপ্ত, অনেকেই একটানা বিনোদন দিয়েছেন এবং অনেকেই সেই জায়গাটা করতে পারেননি। তবে আগামী বছরও টিভি পর্দায় কে প্রাধান্য পাবে সেটাই দেখার বিষয়।
পুরো বছরের শুরুতেই ‘মিঠাই’, ‘গানচারা’ টিআরপির শীর্ষে ছিল। ঠিক তখনই সেই জায়গা পেতে শুরু করে ‘ধুলোকনা’। ‘অ্যাই বাবা সহচারি’ ও ‘মন ফাগুন’ বেশ কিছুদিন ভালোই ব্যবসা করেছে। কিন্তু এসবই এখন অতীত। জি বাংলার ‘জগধাত্রী’ অনেকদিন ধরেই প্রথম স্থান দখল করে আছে।
এ সপ্তাহেও তারা শীর্ষে রয়েছে। যদিও টিআরপি সংখ্যা অনেক কমে গেছে। তাদের রেটিং 8.9। এদিকে দুই সন্তানের প্রার্থনায় মুখ তুলেছেন প্রভু। সূর্য ও প্রদীপের মাঝে অহংকারের পাহাড় ভেঙ্গে যায় কিনা তা নিয়ে অনেক বিতর্ক আছে। দ্বিতীয় স্থানে রয়েছে ‘অনুরাগ চাওয়া’ সিরিজ। রেটিং ৮.৪।
কিন্তু হাজারটা চড়াই-উৎরাই পেরিয়েও গৌরী নিজের জায়গায় চলে আসেন। এরই মধ্যে শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। ‘বাংলা মিডিয়াম’ এবং ‘নিম ফুলের মধু’ মানুষের মন জয় করেছে, রেটিং থেকে বোঝা যায়। এই দুটি সিরিজ রয়েছে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। সাপের গল্প বরাবরই সিরিয়ালে সুপারহিট হয়েছে। ‘পঞ্চমী’ ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে – রেটিং 7.4
অন্যদিকে ‘রাঙা বউ’ ও ‘তোমার খোলা হাওয়া’-এর কোনো হদিস নেই। তারা অন্য সিরিয়ালকে হারাতে পারে না। শ্রুতি ও স্বস্তিকার ম্যাজিক কিন্তু কাজ করছে না?
এই সব বলা যেতে পারে, ভাল পুরানো সিরিজ এখনও অনেক পরিণত। নিজেদের শীর্ষে তুলতে না পারলেও ‘গানচারা’ রেটিং বাড়ছে।
এশা ফিরলে কী হবে? এই সপ্তাহে তারাও অষ্টম স্থানে রয়েছে তবে 7.2 রেটিং সহ। এদিকে নয় নম্বরে রয়েছে ‘মিঠাই’। কিন্তু, ‘এক্কা ডোক্কা’ এবং ‘সোহাগ জলি’ টিআরপি চার্টে নেই।
নতুন বছরে আসছে আরও বেশ কিছু নতুন ধারাবাহিক। ত্রিনা-কৌশিক-ইন্দ্রাশিসের ‘স্যান্ডস্টর্ম’ এবং ঋত্বিক-অরুণিমার ‘মন দাও’। এখন দেখা যাক বছর ঘুরতে ঘুরতে টিআরপিতে কোনো পরিবর্তন হয় কিনা।