Breaking News

একসাথে ৪ বাছুরের জন্ম দিলো গাভী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি!

এমন ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল বলে উল্লেখ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। শেরপুরের নকলায় একটি গাভী একসঙ্গে চার বকনা বাছুরের জন্ম দিয়েছে।

উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা এলাকায় কৃষক শফিকুল ইসলামের বাড়িতে সোমবার সকালে এমন ঘটনা ঘটে। এটি দেখতে তার বাড়িতে উৎসুক মানুষজন ভিড় জমিয়েছেন। এমন ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল বলে উল্লেখ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

কৃষক শফিকুল ইসলাম জানান, গত বছর ফ্রিজিয়ান শংকর জাতের গাভীটি ৯৭ হাজার টাকা দিয়ে কেনেন তিনি। এর কিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিম প্রজনন করান। সোমবার স্থানীয় পশু চিকিৎসক আব্দুল লতিফের সহায়তায় গাভীটি চারটি বকনা বাছুরের জন্ম হয়।

তিনি বলেন, আমার খামারে এই প্রথম চারটি ষাঁড় বাছুর জন্ম নিয়েছে। জন্ম নেয়ার পর বিভিন্ন এলাকার লোক দেখতে আসতেছে। এতে আমি খুব খুশি। কারণ মানুষ এক বাছুরই পায় না। আর আমি আল্লাহর রহমতে একসঙ্গে চারটি বাছুর পাইছি।

দর্শনার্থী রিজন বলেন, শুনলাম একটি গাভীর চারটি বাছুর হয়েছে। তা শুনে দেখে গেলাম । আরেক দর্শনার্থী আল-আমিন বলেন, এ কাহিনী জীবনে প্রথম দেখলাম, দেখে আনন্দ লাগল। তাই আমি ও আমার বন্ধুরা বাছুরগুলোর ছবি তুললাম।

এ বিষয়ে নকলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী বলেন, একটি গাভীর একসঙ্গে চারটি বাছুরের জন্ম দেয়ার ঘটনা সচরাচর দেখা য়ায় না, এটি কৃষকের প্রতি আল্লাহর রহমত।

প্রসূতি গাভীসহ সদ্য জন্ম নেয়া চারটি বাছুরই সুস্থ আছে। অপেক্ষাকৃত দুর্বল বাছুরগুলো ও গাভীর সুস্থতায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেয়া হচ্ছে।

About Shariful Islam

Check Also

প্রথম ইনকামের টাকা দিয়ে বাইক কিনে প্রথমেই বাবাকে শিখাল, তুমুল ভাইরাল ভিডিও!

ছেলে জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে বাইক কিনে সবার প্রথমে বাবাকেই শিখাল বাইক চালানো, ভাইরাল …