Breaking News

ডাস্টবিনে ফেলে যাওয়া নবজাতককে বাঁচালো কুকুর, বিস্তারিত প্রতিবেদনে…

সৃষ্টির সেরা জীব মানুষ। কিন্ত সেই সেরা জীব মানুষই মাঝে মাঝে কিছু অমানুষের কাজ করে থাকে। তারা এমন অপকর্ম করে যা আর বলার মতোই থাকেনা। মুখে আনতেই যেন পাপ হয়। এমনি কাজ যেটা মানুষরুপি পশুদেরকে নরপিশাচ বানিয়ে দেয় আর তারই জের ধরে কখনওবা নিজের জন্মানো সন্তানকে ফেলে দেন ডাস্টবিনে।

তেমনি ভাবে ডাস্টবিনে ফেলে যাওয়া এক নবজাতককে বাঁচালো কুকুর। এমনই পাষন্ড, বর্বর মা নিজের জন্মদেয়া সন্তানকে নিজেই ফেলে দেন ডাস্টবিনে। সেই সন্তানের খোজ নেয়নি জন্মদাতা বাবাও।

সেই মানুষরুপি পশুদের বিরুদ্ধে দাঁড়িয়ে এমনি এক মানবিক কাজ করলো কুকুর। কুকুরই ওয়ই নবজাতককে আলত করে একটি নিরাপদ যায়গায় নিয়ে আসে বাচ্চাটিকে। আর তার কারণেই প্রানে বাচে নবজাতক শিশুটি।

আর সেই ঘটনাটি ঘটেছে সৌদি আরবের একটি স্থানে। তবে যায়গাটির নাম জানানো হয়নি। ঘটনাটির স্বাক্ষী ইন্টারনেটে ছাড়া এক ব্যাক্তির ভিডিও চিত্র। আর সেই ভিডিও চিত্র থেকেই মূলত খবরটি বিশ্ববতাপী ছড়িয়ে পরেছে।

সত্যিই এক হৃদয় বিদারক ঘটনা এটি। ভিডিওতে দেখা যায় সদ্য জন্ম নেয়া নবজাতককে প্রানে বাচিয়ে এলাকার হিরো এখন সেই কুকুর। ইন্টারনেটে ভাইরাল সেই ফুটেজ দেখে সিউরে উঠেছেন সাধারণ মানুষেরা। আর তাই অনেকেই কুকুরের প্রশংসায় পঞ্চমুখ। প্রশংসা করে বলছে কুকুরই মানুষের আসল বন্ধু।

মনে পরে গেলো ভুপেন হাজারীকার সেই গানের অংশটি। যেখানে তিনি গেয়েছিলেন ‘যদি দানব কখনো হয় মানুষ, তবে লজ্জা কি তুমি পাবেনা, মানুষ মানুষের জন্য। আর ঘটে যাওয়া এই ঘটনাটি সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। কুকুর হয়ে সে অনেকটা সুধরিয়ে দিয়েছে।

উল্লেখ্য, ধারণা করা হচ্ছে যে, অবৈধ সম্পর্কের জেড় ধরেই অই নবজাতকের জন্ম হয়েছিলো। নিজের কলঙ্ক ডাকতেই হয়তো জন্মের পর নিজের জন্মদেয়া শিশুকেই ডাস্টবিনে ফেলে যান সেই নারী।

আসলেই আমাদের সমাজটা কতো অদ্ভুদ তাইনা? একটু খেয়াল করলেই দেখবেন অনেক ছেলে- মেয়েরা প্রেম নামের সম্পর্ক করে শুধুমাত্র তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। তারা শুধুমাত্র নিজের শারীরিক আকাঙ্কার সদব্যাবহার করে যখন একে অপরের সাথে বিভিন্ন কার্যকলাপে যুক্ত হয়ে যায়।

আর তখনি নিজেদের হুশের অভাবেই মেয়েরা গর্ভবতো হয় অজান্তেই। আর তখনি নিজেদেরকে কলঙ্ক মুক্ত ও নিজেকে সবার কাছে ভালো হিসেবে প্রকাশ করতেই তারা বাচ্চাদের মেরে ফেলে। মেরে ফেলে নিজের পেটে ধারণ করে জন্মদেয়া সেই সন্তানকে।

তাই সবাই সাবধান হোন নিজেকে পাপমুক্ত রাখতে ধর্মীয় অনুশাসন মেনে চলুন। ভিডিওটি আপলোড না দিতে পারায় আন্তরিকভাবে দুঃখিত।

About Shariful Islam

Check Also

প্রথম ইনকামের টাকা দিয়ে বাইক কিনে প্রথমেই বাবাকে শিখাল, তুমুল ভাইরাল ভিডিও!

ছেলে জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে বাইক কিনে সবার প্রথমে বাবাকেই শিখাল বাইক চালানো, ভাইরাল …