Breaking News

তাঁর আয়েই চলছে সংসার, মারা গিয়েও বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করছেন ইউটিউবার অমিত

মানুষ হারিয়ে যায়, স্মৃতি থেকে যায়। সেই স্মৃতি যতটা বেদনাদায়ক ততটাই বাস্তব। ইউটিউবার অমিত মন্ডল গত ফেব্রুয়ারিতে মারা যান। অমিত, যিনি বিশেষভাবে সক্ষম, 14 ফেব্রুয়ারি একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। তিনি স্কুটিতে হাঁটছিলেন। সড়ক দুর্ঘটনায় মারা যান অমিত। তার অকাল মৃত্যুতে বাংলা ইউটিউব কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

অমিত মন্ডল ইউটিউব জগতে খুবই জনপ্রিয় একটি নাম। গ্রাহক সংখ্যা ভালো ছিল। তিনি মূলত ইউটিউব থেকে আয় করতেন। ছেলের আয়ে গরিব বাবা-মায়ের সংসার চলত। ছেলেটি চিরতরে হারিয়ে গেছে। কিন্তু তারপরও অমিত তার বাবা-মায়ের প্রতি তার দায়িত্ব পালন করে চলেছে। তার আয়েই চলছে তাদের সংসার।

দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে বাবা-মায়ের সঙ্গে থাকতেন অমিত। প্রথম দিকে, তারা খুব স্বাচ্ছন্দ্য ছিল না। অমিতের বাবা-মা পেশায় ছিলেন পরিচ্ছন্নতাকর্মী। ছোটবেলা থেকেই টেনশনের সংসারে বড় হয়েছেন অমিত। কিন্তু নিজের মন ও ইচ্ছাশক্তির জোরে ইউটিউব প্ল্যাটফর্মে নাম লেখান তিনি।

তিনি ইউটিউব থেকে অর্থ উপার্জন করতেন, যা তার পরিবারকে সহায়তা করতেন। অমিত চলে গেলেও তার ইউটিউব ভিডিওগুলো এখনো জনপ্রিয়। অমিতের বাবা-মা চিত্ত ও সন্ধ্যা মণ্ডল এখনও সেখান থেকে টাকা পাচ্ছেন। কিন্তু কতদিন টাকা আসবে কেউ জানে না। দুজনের পক্ষে আর আয় করা সম্ভব নয়। দুই অসহায় বৃদ্ধা জানে না ইউটিউব থেকে টাকা আসা বন্ধ হলে তারা কীভাবে বাঁচবে।

তবে অমিতের দুই বন্ধু নিয়মিত তাদের খোঁজ খবর নেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তারা। তারা অমিতকে ভিডিওর কাজে সাহায্য করতেন। এখন তারা YouTuber এর বাবা-মাকে সাধ্যমত সাহায্য করছে। এ ছাড়া ভাতার ব্যবস্থাও করেছে সরকার। হতভাগ্য বাবা-মা বেঁচে আছেন একমাত্র ছেলের স্মৃতি নিয়ে।

About Shariful Islam

Check Also

মহার্ঘ ভাতা কি পাবেন রাজ্যের কর্মচারীরা? কি জানাচ্ছে কলকাতা হাইকোর্ট

শুক্রবারও রাজ্য সরকারি কর্মচারীরা পুজোর আগে কেন্দ্রীয় সরকারি হারে প্রিয় ভাতা পাবেন কি না তা …