Breaking News

সবচেয়ে বেশি বাজেটের বাংলা ছবি! আসছে প্রসেনজিৎ-শ্রাবন্তীর ছবির নামঃ‘দেবী চৌধুরানী’

সম্প্রতি যে কয়টি ছবি দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে নিয়ে যেতে পেরেছে তার প্রত্যেকটিই কিন্তু লার্জার দ্যান লাইফ। ‘RRR’ থেকে শুরু করে ‘KGF’, ‘পাঠান’ এই প্রত্যেকটিই যথেষ্ট বড় মাপের ছবি। এমতাবস্থায় সর্বভারতীয় স্তরে জায়গা করে নেওয়ার জন্য বাংলা ছবিকে তো নতুন কিছু ভাবতেই হবে।

কিন্তু সাহিত্যের ভান্ডার এবং সমৃদ্ধ ইতিহাসের একটি জাতি যাই হোক না কেন বিষয়বস্তুর অভাব হবে না। পরিচালক শুভ্রজিৎ মিত্রের কথা বলতে গেলে তিনি বেছে নিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’। এই উপন্যাসের কাঠামোকে আশ্রয় করে ইতিহাস নতুন করে তৈরি করতে চলেছেন পরিচালক।

সূত্রের খবর, বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটি খুব শিগগিরই বড় পর্দায় আঁকতে চলেছে। আর এই দায়িত্ব নিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এ অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ চলচ্চিত্রের চরিত্র অভিনেতাদের। অভিনয় দক্ষতার পাশাপাশি চেহারায় মিল থাকতে হবে।

তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী কে হতে চলেছেন? আর কাকে আমি ভবানী পাঠক (ভবানী পাঠক) হিসেবে দেখব? স্টুডিওপাড়ার মতে, পরিচালক দেবী চৌধুরানির জন্য শ্রাবন্তী চ্যাটার্জির কথা ভাবছেন। আর ভবানী পাঠকের প্রস্তাব গেল ইন্ডাস্ট্রির কাছে নিজেই ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এ বিষয়ে প্রসেনজিৎকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি স্ক্রিপ্টটি পড়েছি এবং খুব ভালো লেগেছে। আমি বিশ্বাস করি এটি একটি উচ্চাভিলাষী প্রকল্প হতে চলেছে।” যদিও এখনও চুক্তিতে সই করেননি অভিনেতা। তিনি এখন কাজের বাইরে, তিনি ফিরে এসে বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, শুভজিৎ মিত্র অনেক দিন ধরেই এই ছবিতে কাজ করছেন। চলচ্চিত্রটি স্থানীয় লোককাহিনী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্যে গঠন করা হয়েছে। নির্মাতারাও ছবিটি বাংলাসহ মোট ছয়টি ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে, বাংলা ছবির ইতিহাসে এটিই হতে চলেছে সবচেয়ে বড় বাজেটের ছবি।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …