Breaking News

রাস্তায় পরে থাকা শপিং ব্যাগের ভিতর পাওয়া গেলো নবজাতক

বর্তমানে বাচ্চা মেরে ফেলা যেন একটু উৎসবে পরিণত হয়েছে। ইদানীং প্রেমের নামে চলে বিভিন্ন রকমের অপকর্ম, আর সেই অপকর্মের জের ধরেই মেয়ের পেটে আসে বাচ্চা আর সেই বাচ্চা ছেলে কিংবা মেয়ে কেউ মেনে নিতে রাজিনা। অবশেষে সেই বাচ্চা টিকে মেরে ফেলা হয়।

নওগাঁর বদলগাছীতে রাস্তার পাশে গাছের নিচে ব্যাগ থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে; তার বয়স ৩/৪ দিন হবে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়

পাহাড়পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৮টার দিকে পথচারীরা পাইকড়তলী মোড়ে পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের পাশে এক নবজাতকের কান্নার শব্দ শোনা যায়।

পরে স্থানীয়রা আশপাশে খোঁজ করে একটি গাছের নিচে পলিথিন ব্যাগের ভেতর মেয়ে নবজাতককে দেখতে পান।

এরপর পাহাড়পুর পুলিশ ফাঁড়িকে জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

নবজাতকটির বয়স ৩/৪ দিন হবে। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। কে বা কারা ফেলে গেলেন, বুঝতে পারছি না

বদলগাছীর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, নবজাতকটি পুলিশের হেফাজতে এবং সুস্থ আছে। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

আমাদের দেশে এইসব ঘট্না প্রত্যহ ঘটে চলেছে, তাই সবাই সচেতন হোন যদি বচ্চা কে নাই রাখতে পারেন তাহলে জন্ম দেন কেন, এই বিষয়টা
এইসব কাজ করার আগেই ভাবা উচিৎ।

আশা করছি আপনারা সবাই এদিকটা নিয়ে সচেতন থাকবেন। দেখেন এই দুনিয়াতে একটি সন্তান লাভের আশায় কতো মানুষেরা কতো কি করে চলেছে। আর কিছু অভাগা মানুষ নিজের গর্ভে সন্তান পাওয়ার প্রেউ বাচ্চাটিকে নষ্ট করে ফেলে।

About Shariful Islam

Check Also

নিঃসন্তান মায়ের কোলে ঠাঁই পেল পরিচয়হীন নবজাতক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিচয়হীন পরিত্যক্ত এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা …