ফের মা হচ্ছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। গত বছরের শেষদিকে এমন খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কারণটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মধুবনীর একটি ছবি। গত ৮ ফেব্রুয়ারি মধুবনী বেবিবাম্পের একটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশানে লিখেছিলেন ‘ব্লেসড’।
আর তখনই মধুবনীর মাতৃত্বের খবর ছড়িয়ে পড়ে। এদিকে অভিনেত্রীর দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবরে নেটে সবার প্রশ্ন, কেশবের বয়স এখনো ৩৫ হয়নি, মধুবনী কি আবার গর্ভবতী? অবশেষে দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার খবর নিয়ে মুখ খুললেন মধুবনী গোস্বামী।
মধুবনী এবং তার স্বামী রাজার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তারকা দম্পতি তাদের দৈনন্দিন জীবন ভাগ করে নেয়। শিবরাত্রি উপলক্ষে তার ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে দ্বিতীয়বারের মতো মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। যেখানে মধুবনীকে তার শাশুড়ির সঙ্গে কথা বলতে দেখা যায়। মধুবনী তাকে অনুরোধ করে, ‘তুমি এ বিষয়ে কিছু বল।
ঘটনাক্রমে, সোশ্যাল মিডিয়ায় মধুবনী তার বেবি বাম্পের যে ছবি পোস্ট করেছেন তা আসলে একটি থ্রোব্যাক ছবি ছিল যা তিনি তার সেলুনের প্রচারের জন্য পোস্ট করেছিলেন। ক্যাপশন বা হ্যাশট্যাগে শুধু ‘থ্রো ব্যাক’ শব্দটা লিখতে ভুলে গেছি। ফলে প্রশ্নে পড়তে হয় নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় রাজা আর মধুবনীর জুটি। ভালোবাসা ডট কমের সেটে যে প্রেমের সূত্রপাত হয়েছিল তা পরিণতি পায় ২০১৬ সালে। ১১ বছর প্রেম করার পর বিয়ে করেন তাঁরা। এরপর ২০২১ সালের এপ্রিল জন্ম হয় তাঁদের ছেলে কেশবের।
এখন তার বয়স ১ বছর ১০ মাস। আর দুই মাস পর কেশবের জন্মদিন। কাজের সূত্রে জানা গিয়েছে, মধুবনিকে শেষ দেখা গিয়েছিল ‘স্মার্ট জোডি’ রিয়েলিটি শোতে। আপাতত ছেলের সঙ্গে সময় কাটাতে চান তিনি।
এত জলদি ক্যামেরার সামনে ফেরার শখও নেই কোনও। যদিও ভ্লগিং করেন রোজ। নিজের পার্লারের দেখাশোনাও করেন। রাজ এতদিন ছিল ‘খড়কুটো’-তে। আর এখন তাঁকে দেখা যাচ্ছে ‘ধুলোকণা’-তে।