Breaking News

ছোট পর্দার মিঠাই রানী এবার বড় পর্দায়! সঙ্গে দেব!

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে সৌমিত্রীষা কুন্ডুকে। যার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে মিঠাইতে অভিনয়ের পর। মিঠাই রানীর ফ্যান ফলোয়িং এখন বড় পর্দার যেকোনো অভিনেত্রীর সঙ্গে তুলনা করা যায়। ছোটপর্দার বাইরে তিনি যেখানে দাঁড়িয়েছেন এখনও কোনো কাজ করতে পারেননি।

তবে মিঠাই রানীর ভক্তরা প্রায়ই অনুনয় করে থাকেন যে এবার তারা বড় পর্দায় অভিনেত্রীকে দেখতে চান। অভিনেত্রীর সাবলীল অভিনয়ের কারণে মিঠাই সিরিজটি দুই বছরেরও বেশি সময় ধরে বাঙালি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাবে অভিনেত্রীর ভক্তের সংখ্যা। তবে গতকাল সরস্বতী পূজার দিন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় অন্যরকম জল্পনা বাড়িয়ে দিয়েছে।

অনেকেই বলছেন, দেবের পরবর্তী ছবিতে নায়িকা হতে চলেছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুন্ডু। কিন্তু এটা কতটা সত্য? আসলে, সরস্বতী পূজার দিনে সৌমিত্রীষা এবং অভিনেতা রোহন ভট্টাচার্যের সঙ্গে দেবের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যদিও রোহান দেবের আসন্ন ছবি ‘বাঘায়তিন’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে গুঞ্জন রয়েছে।

আর এই ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই ভাবছেন হয়তো দেবের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী সৌমিত্রীশা। কারণ এর আগে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছেন দেব। শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রজাপতি’-তে দেবের বিপরীতে অভিনয় করেছিলেন এবং এই ছবিটি দর্শকদের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছিল।

তাই সৌমিত্রিষার জনপ্রিয়তা দেখে অনেকেই মনে করছেন তিনি পরবর্তী ছবিতে কাজ করতে পারেন। মিঠাই ভক্তরা কতটা খুশি হবেন তা বলাই বাহুল্য। তাই সবার প্রিয় মিষ্টি রানীকে বড় পর্দায় দেখতে আর কতদিন অপেক্ষা করতে হবে দর্শকদের!

About Shariful Islam

Check Also

ময়ূরী’র পেট থেকে কথা বের করলেন রচনা বাড়িতে নিষেধ সত্ত্বেও কার জন্য রাঁধেন মাংস?

দিদি নম্বর ওয়ানে হাজির ইচ্ছে পুতুলের টিম। জমিয়ে চলল আড্ডা। কথা কথায় সামনে এল নানান …