সিনেমা হোক বা ধারাবাহিক হ্যাপি এন্ডিং না হলে যেন ঠিক মজা আসেন। তাই আমরা সবসময়ই যে কোনো গল্প কাহিনীর ক্ষেত্রেই একটা হ্যাপি এন্ডিং আশা করে থাকি। এই যেমন অনেকেই ভেবেছিলেন যে, ‘মিঠাই’ বোধহয় এবার শেষের দিকে। কিন্তু সবকিছু এভাবে অগোছালো রেখে ‘মিঠাই’ অন্তত শেষ হবেনা।
জি বাংলার অন্যতম জনপ্রিয় বাংলা সিরিয়াল হল ‘মিঠাই’। টিআরপি কমে গেলেও সিরিয়ালের প্রতি মানুষের ভালোবাসা এখনো অটুট রয়েছে। আর এখন যে সুন্দর সংসার সাজানো হয়েছে তা দেখতে আগ্রহী দর্শকরা।
তবে দর্শকরা যদি হ্যাপি এন্ডিং চান তাহলে সবকিছুই খুশি হবে। বিশেষ করে সিধাইয়ের শত্রুর অভাব নেই। কখনও পরিস্থিতি প্রতিকূল আবার কখনও বিপর্যস্ত হয়ে পড়ছে মোদক পরিবার। এভাবেই এখন সবাই সিড ও মিথিকে এক করার চেষ্টা করছে।
কিন্তু ‘মিঠাই’-এ তা সত্যিই অনন্য প্রমাণিত হয়েছিল। মিথি নিজে এলোমেলো থাকে, তবে সিধাই গুছিয়ে রেখেই চলে যাবে। যেখানে সবাই ভেবেছিলেন মিথি এবার ভিলেন হতে পারেন। সে অনেক কৌশল করে মিঠাইকে তার পথ থেকে সরানোর চেষ্টা করবে। সেখানে মিথি ঠিক উল্টোটা করেছে।
আর এই ইতিবাচকতার জন্যই হয়তো সবাই মিঠাইকে এত ভালোবাসে। টিআরপির পিছনে দৌড়ানো এবং যাই হোক না কেন, অন্তত সিরিয়ালটি তার স্নিগ্ধতা নষ্ট করেনি। কিন্তু সবাই সবকিছু পেলেও মিথি কি একা থাকবে? মোদক পরিবারে আবার তাই হয়?
সবাই জানে মিঠাই সব স্মৃতি হারিয়ে ফেলেছে। এমতাবস্থায় তার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞকে আনা হয়। কিন্তু তার এন্ট্রি ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। অনেকেই মনে করছেন এই সাইকিয়াট্রিস্টই হতে চলেছেন মিথির নায়ক। এখন শুধু সময়ই বলে দেবে ভক্তদের এই ধারণা সত্যি কি না।