‘এই পথ যদি না শেষ হয়’এর ঊর্মি দুষ্টু-মিষ্টি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। অভিনয় দক্ষতার জন্য তিনি দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছেন। ছোট পর্দার উর্মি ওরফে অভিনেত্রী আনভেশা হাজরার সাবলীল অভিনয় টলি সেলিব্রিটিদের দ্বারাও প্রশংসিত হচ্ছে।
অনেকেই বলছেন, অন্বেষার মতো অসাধারণ অভিনেত্রী আজকাল সত্যিই বিরল। ‘চুনি পান্না’ ছবিতে নিয়াকা চরিত্রের মধ্য দিয়ে তার যাত্রা শুরু। এরপর ‘অ্যা পথ জে না লাই হ্যায়’ সিরিয়ালে তার অসাধারণ অভিনয়ের সাক্ষী হন সব দর্শক। টলিপাড়ায় একজন প্রতিভাবান অভিনেত্রী হিসেবে তাকে বিচার করা হয়।
দর্শক এখন তাকে আবার পর্দায় দেখার অপেক্ষায়। এবার সেই অপেক্ষার অবসান হলো। জানা গেছে, নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন এই অভিনেত্রী। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ‘অ্যা পথ জে না নাই হ্যায়’ গল্পে ঊর্মির বিপরীতে ছিলেন নায়ক সাত্যকি ওরফে ঋত্বিক মুখার্জি। এই গল্পটি একটি ধনী পরিবারের একটি মেয়েকে নিয়ে একটি মধ্যবিত্ত পরিবারে বিয়ে করে পরিবারকে একত্রিত করে।
তবে সূত্রের খবর, ‘অ্যায় পথ যে না না হ্যায়’-এর পর আরও একটি নতুন ধারাবাহিক আসছে জি-বাংলার পর্দায়। যেখানে নায়িকার চরিত্রে অভিনয় করছেন ঊর্মি। এরই মধ্যে নতুন ধারাবাহিক নিয়ে আলোচনা শুরু হয়েছে।
চূড়ান্ত পর্যায়ের আলাপ-আলোচনার পরই সিরিজটির প্রোমোর শুটিং হবে। এমনকি শোনা যাচ্ছে, নায়িকার বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। যদিও আপাতত আর কোন আপডেট পাওয়া যাচ্ছে না।