Breaking News

মুক্তির আগেই হাজার কোটি আয় ‘পুষ্পা’র সিক্যুয়েলের! কীভাবে?

‘পুষ্প: দ্য রাইজ’ 17 ডিসেম্বর, 2021-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মান্দানার চলচ্চিত্রটি সারা দেশে বক্স অফিসে ঝড় তুলেছিল। এখন সেই ছবির সিক্যুয়েলের অপেক্ষায় দর্শক। শুটিং শুরুর পর থেকেই ছবিটি নিয়ে নানা খবর শোনা যাচ্ছে। গুঞ্জন আছে ‘পুষ্প 2: দ্য রুল’ মুক্তির আগেই হাজার হাজার টাকা আয় করেছে।

সেটা ‘পুষ্প, ঝুকেগা নেহি’ সংলাপ হোক বা ‘পুষ্প’ ছবির গান। এই দক্ষিণী ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। আট থেকে আশি পর্যন্ত জ্বরে কাবু হয়েছিলেন ‘পুষ্প’। ‘পুষ্প’ ছবির দ্বিতীয় অংশের অর্থাৎ ‘পুষ্প 2: দ্য রুল’-এর শুটিং শুরু হয়েছে ২০২২ সালে। এই নতুন ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। শোনা যাচ্ছে, তাঁর কারণেই আল্লু অর্জুনের ছবি মুক্তির আগেই পারফেক্ট হয়ে গিয়েছিল। ‘পুষ্প’-এর সিক্যুয়েল প্রেক্ষাগৃহে বিক্রি করে আয় করেছে হাজার হাজার টাকা।

এদিকে, ‘পুষ্প 2: দ্য রুল’ ছবির সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর নাম। শোনা যাচ্ছে, ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সাই। আদিবাসী মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। খুব শিগগিরই শুটিং করবেন সাই পল্লবী। তিনি মাত্র ১০টি শুটিং শিডিউল দিয়েছেন।

ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্প’ ছবির দ্বিতীয় পর্বে চিত্রনাট্যে বড় ধরনের পরিবর্তন আসবে। এমনকি, ক্লাইম্যাক্স দর্শকদের চমকে দেবে। পরিচালক সুকুমার সংবাদ মাধ্যমকে জানান, ‘পুষ্প’ ছবিটি যেভাবে সারা দেশে ব্যাপক সাফল্য পায় সে বিষয়টি মাথায় রেখেই এই ছবির দ্বিতীয় পর্ব তৈরি করা হচ্ছে। এপ্রিলে আল্লু অর্জুনের জন্মদিনে নতুন ছবির টিজার মুক্তি পাবে।

About Shariful Islam

Check Also

প্যান্ট না পরেই রাস্তায় বেড়িয়ে এলো রাশমিকা!

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি মিডিয়া ও দর্শকদের মধ্যে তার তারকাদের নিয়ে আলোচনার শেষ নেই। তবে …