ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলায় তিনটি চোখের বাছুর দেখতে ভিড় করছেন মানুষ। গ্রামবাসীরা ধূপকাঠি, নারকেল, খুচরো টাকা নিবেদন করছেন। অনেকে সেই বাছুরকে ভোলেনাথের রূপ মনে করে পূজা করেছেন। বুন্দেলির গান্দাই এলাকার গ্রাম লোধী নওয়াগাঁওয়ে এই তিন চোখের বাছুর প্রসব করেছে একটি গাভী।
রাজনন্দগাঁও জেলার লোধি নওয়াগাঁওয়ের হেমন্ত চন্দেল গরু পালন করেন। তাঁদের একটি জার্সি গরু মকর সংক্রান্তির দিন সন্ধ্যা ৭টার দিকে তিনটি চোখ বিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে। একটি চোখ মাথার মাঝখানে। বাছুরটির নাকে দুটির পরিবর্তে চারটি ছিদ্র রয়েছে। এই খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজনের দাবি, ওই এলাকায় এই প্রথম এমন ঘটনা ঘটল। তিনটি চোখ নিয়ে একটি বাছুর জন্ম নিয়েছে। বাছুরটির নাক-লেজও মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করছে। অধিকাংশ মানুষ একে ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত করে দেখছেন।