Breaking News

Tiyasha: বাড়ির ছাদেই ‘বাংলা মিডিয়াম’এর শিক্ষিকা বানালেন রিল ভিডিও, শাড়ির বদলে পাশ্চাত্য পোশাকেই নজর কাড়লেন অভিনেত্রী

তিয়াসা লেপচা বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত নাম। তিয়াসা তার অভিনয় জীবন শুরু করেছিলেন জি বাংলার সিরিয়াল ‘কৃষ্ণকলি’ দিয়ে। এটা বলার অপেক্ষা রাখে না যে ‘কৃষ্ণকলি’তে শ্যামার চরিত্রটি নিঃসন্দেহে দর্শকদের মধ্যে তাকে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা এনেছিল।

বেশ কয়েক মাস ছোট পর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে এই মুহূর্তে আবারও স্টার জলসার পর্দায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। যাইহোক, কখনও কখনও তাকে জি বাংলার ‘রান্নাঘর’-এর বেশ কয়েকটি বিশেষ পর্বে উপস্থাপক হিসাবে দেখা যায়।

উল্লেখ্য, স্টার জলসার পর্দায় শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন তিয়াসা। এই সিরিজে তার বিপরীতে দেখা যাচ্ছে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্যকে। ‘কৃষ্ণকলি’ ছবিতেও জুটি হিসেবে দেখা গেছে তাদের। এটা বলার অপেক্ষা রাখে না যে নিখিল এবং শ্যামার জুটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল।

তবে আপাতত দর্শকদের কাছে তিনি ‘বাংলা মিডিয়াম’-এর সাধারণ শিক্ষিকা হিসেবেই পরিচিত। তবে সম্প্রতি, শিক্ষকের সাম্প্রতিক রিল ভিডিও তাকে নেটিজেনদের একাংশের মধ্যে লাইমলাইটে নিয়ে এসেছে।

খুব সম্প্রতি শেয়ার করা সাম্প্রতিক রিল ভিডিওতে, তিয়াসাকে একটি কালো ক্রপ টপ এবং প্রিন্ট করা লম্বা স্কার্টে একটি রিল তৈরি করতে দেখা গেছে। অঙ্কুশ-শুভশ্রী অভিনীত ‘আমি তোর্ট চেই তোমে’-এর হিট গান ‘বাংলাদেশ মে’-এর বিট করতে বাড়ির ছাদে দেখা গিয়েছিল তিয়াসাকে। ছোট চুলের সাথে পিছনের ট্যাটুও দেখান অভিনেত্রী।

বাংলা ছবির গানে অভিনেত্রীর এই রিল ভিডিওটি এই মুহূর্তে নেটিজেনদের পাশাপাশি তার ভক্তদেরও নজর কেড়েছে। বলাই বাহুল্য, অনেক প্রশংসা পেয়েছেন তিনি। সেই আভাস অবশ্য অভিনেত্রীর শেয়ার করা রিল ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে। এই মুহূর্তে বাংলা ছবির গানের ছন্দে রিল তৈরি করে অনুশীলন করছেন বাংলা মাধ্যমের শিক্ষক। তবে এটিই প্রথম নয় যে একাধিক ভিডিওর ভিত্তিতে অনুশীলনে এসেছেন তিনি। সেই সব ঝলক তার সোশ্যাল মিডিয়া পেজে পাওয়া যাবে।

About Shariful Islam

Check Also

ময়ূরী’র পেট থেকে কথা বের করলেন রচনা বাড়িতে নিষেধ সত্ত্বেও কার জন্য রাঁধেন মাংস?

দিদি নম্বর ওয়ানে হাজির ইচ্ছে পুতুলের টিম। জমিয়ে চলল আড্ডা। কথা কথায় সামনে এল নানান …