Breaking News

TRP: ফের সেরা দশে মিঠাই! টপার অনুরাগের ছোঁয়া হলেও চমক দিল রাঙা বউ-নিম ফুলের মধু

এই সপ্তাহের টিআরপি তালিকা চমকে ভরা। দেখুন মিঠাই, গানচারা, স্নেহের ছোঁয়া-এর মতো সিরিয়াল কোথায় আছে।কয়েক সপ্তাহ ধরেই চলছে টিআরপি তালিকা। সেভাবে, পরিবর্তন দৃশ্যমান ছিল না. কিন্তু এই সপ্তাহের ফলাফল একেবারে হতবাক। যদিও শীর্ষ পাঁচটি একই রয়ে গেছে, তালিকার নীচের প্রান্তে ঝড় উঠেছে।

এ সপ্তাহেও সেরার জায়গা থেকে স্নেহের স্পর্শ নড়তে পারেনি। সংখ্যা 9.3। বরং জগদ্ধাত্রী আবারও ঘাড় নামিয়ে নিঃশ্বাস ফেলছেন। সংখ্যা বেড়ে 9.0 হয়েছে। গৌরী এসে 3 নম্বর রাখল।

চারে উঠে এসেছে নিম ফুলের মধু। পল্লবী শর্মার এই ধারাবাহিক দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। এদিকে বাংলা মিডিয়া অনেকটাই পিছিয়ে পড়েছে। নীল-তিয়াসার সিরিজ নয় নম্বরে। এদিকে গত সপ্তাহেও এটি ছিল ৬ নম্বরে।

পাঁচ এলো রাঙ্গা বউ। ক্রেজি আইডিয়াস প্রোডাকশনে শ্রুতি দাসের সিরিয়ালটি চালু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছিল। পঞ্চমীকে আবার মুখোমুখি হতে হলো। নাগিনের ভাবনা হিন্দিতে ভালো করলেও, বাঙালি দর্শককে সেভাবে মুগ্ধ করতে পারছে না। এই সপ্তাহের স্কোর 6.6। ফলে একরকম দশ নম্বরে।

চমক মিষ্টি। আগের সপ্তাহ পর্যন্ত এটি শীর্ষ দশে ছিল না। এবার শুধু সংখ্যাই বেড়েছে তাই নয়, টিআরপি তালিকায়ও পৌঁছে গেছে ৭ নম্বরে। অন্যদিকে বালির ঝড় সিরিজ ধরে রাখছে না। ত্রিনা-ইন্দ্রাশিস-কৌশিকের স্কোর মাত্র ৪.১। ভাল ফলের গিঁটও। এটি 6 তম অবস্থানে রয়েছে।

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.৩)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৯.০)

তৃতীয়- গৌরী এলো (৮.৬)

চতুর্থ- খেলনা বাড়ি/ নিম ফুলের মধু (৮.৪)

পঞ্চম- রাঙা বউ (৭.৬)

ষষ্ঠ- গাঁটছড়া (৭.১)

সপ্তম- মিঠাই (৭.০)

অষ্টম- বাংলা মিডিয়াম (৬.৯)

নবম- মেয়েবেলা (৬.৭)

দশম- পঞ্চমী/হরগৌরী পাইস হোটেল (৬.৬)

মেয়েরাও তাদের সংখ্যা বৃদ্ধি করে ধীরে ধীরে উন্নতি করছে। অন্যদিকে রূপা গঙ্গোপাধ্যায়ের কামব্যাক মেগা গৌরী না এলে আরও বেশি দর্শক আকর্ষণ করত। চলতি সপ্তাহে নয় নম্বরে রয়েছে এই মেগা।

আসলে এবারের টিআরপি তালিকায় একেবারে জি-এর রমরমা। অনেকটাই পিছিয়ে পড়েছে স্টার জলসা। আপনি যদি কম না হন, তাহলে পরের সপ্তাহ থেকে সংখ্যা আরও কমতে পারে। কারণ সিরিয়ালের স্টোরি লাইন আপ বলেছে যে আগামী দিনে গানচড়া, মিঠাই, নিম ফুলের মধু, জগদ্ধাত্রীতে আরও বড় টুইস্ট আসবে।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …