তলানিতে ‘মিঠাই’-এর টিআরপি, এ সপ্তাহেও জয়জয়কার নীপা-সূর্যর

২৬শে জানুয়ারি, বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস এবং আবার সরস্বতী পূজা। তাই অনেকেই ভেবেছিলেন এই সপ্তাহে টিআরপি রেটিং পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপর কি? এক দিন বিলম্বের পরেও ফলাফল পাওয়া গেছে। যদিও এই সপ্তাহের তালিকায় খুব বেশি পরিবর্তন হয়নি। ‘অনুরাগ চাওয়া’ সিরিয়ালটিও মাসের শেষে টিআরপি চার্টে এক নম্বরে। সূর্য-নীপার জীবনে অনেক টানাপোড়েন। দর্শকদের মধ্যে যে উত্তেজনা কম নয় তার প্রমাণ এই সংখ্যা। এ সপ্তাহে তাদের স্কোর ৯.১।

আরেকবার ‘জগদ্ধাত্রী’ দ্বিতীয় এলো। হারানো সিংহাসন ফিরে পাওয়া জাসের পক্ষে খুব কঠিন বলে মনে হচ্ছে। নতুন বছর থেকেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে তারা 8.4 পেয়েছে। সংখ্যা আগের সপ্তাহের তুলনায় কিছুটা কম। আগের সপ্তাহে তাদের সংখ্যা ছিল 8.8। তবে ধারাবাহিকতা ধরে রাখতে গৌরীর জুটি ভালো। কারণ এ সপ্তাহেও তারা তৃতীয় স্থানে রয়েছে। 7.8 পেয়েছে।

কিন্তু এই সপ্তাহে টিআরপি চার্টে অন্য জায়গায় মোচড় রয়েছে। এক সময়ের এক নম্বর সিরিয়াল ‘মিঠাই’ একেবারে তলানিতে।

শীর্ষ তিনে জায়গা হারিয়ে মিঠাই অনেক দিন হয়ে গেল। কিন্তু তার পরেও অনেক দিন তাদের প্রথম পাঁচে দেখা গিয়েছিল। জানুয়ারির চতুর্থ সপ্তাহে সবকিছু ওলট-পালট হয়ে যায়। ‘মিঠাই’ টিআরপি তালিকার একেবারে নীচে। ‘মিঠাই’ ৫.৯ নম্বর পেয়ে দশম স্থান পেয়েছে।

তবে চতুর্থ ও পঞ্চম স্থানের বিজয়ীরা হলেন সেই নবাগতরা। এই সপ্তাহের টিআরপি তালিকা দেখলে বোঝার উপায় নেই যে এটি নতুন সপ্তাহের রেটিং। কারণ জানুয়ারির শেষ টিআরপি চার্টে ‘নিম ফুলে মধু’ আবার চতুর্থ স্থানে রয়েছে। তাদের স্কোর ৭.৬। আর পঞ্চমীতে রয়েছে ‘পঞ্চমী’ ও ‘বাংলা মিডিয়াম’। তারা 7.2 পেয়েছে।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …