আমরা সবসময় হিন্দি বা তামিল ছবির বাংলা ডাবিং দেখি। কিন্তু বাংলা ছবির হিন্দি ডাবিং কই! কিন্তু এখন সেই শূন্যতা পূরণ করতে আসছে টলি সুপারস্টার জিতের নতুন ছবি ‘চেঙ্গিজ’। আগামী ঈদে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
বাণিজ্য বিশ্লেষক চরণ আদর্শ গত ২১ মার্চ মঙ্গলবার তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন। সেখানেই তিনি চেঙ্গিস সম্পর্কে একটি বড় আপডেট দেন। তিনি বলেন, এই প্রথম বাংলা ও হিন্দি ভাষায় একই সঙ্গে কোনো বাংলা ছবি মুক্তি পেতে যাচ্ছে। প্যান ইন্ডিয়া ভিত্তিতে।
একইসঙ্গে অভিনেতা জিৎ নিজেই টুইট করে এই খবর শেয়ার করেছেন। আর এবার সেই কথাই রিটুইট করল ‘বাঘায়তিন’। বাংলা ছবির জয়ে নিজের উচ্ছ্বাস দেখালেন দেব। তিনি লিখেছেন, ‘এটা দারুণ খবর, পুরো দলকে আমার শুভেচ্ছা। বাংলা সিনেমার জয়।
দেবের পোস্ট সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথে ভক্তরা উন্মাদনায় পড়ে যায়। এতে জিৎকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি এই জিনিসগুলি খুব পছন্দ করি।’ আরেকজন লিখেছেন, ‘এবার আপনার সিনেমা মিস করব।’ ধূমকেতু মুক্তি পেলে খুব ভালো হবে।’
আরেকজন ভগবানের কাছে আরজ করলেন, “হ্যাঁ, বাংলা সিনেমার জয় হবেই।” দাদা, এক মাসের জন্য সিনেমায় ফিরে আসুন। জিৎ দা এর মত সিনেমা বানাও। পুরনো দেবকে আবার দেখতে চাই।’ জিতের আরেক ভক্ত লিখেছেন, ‘এই ছবিটি সুপারহিট হবে।’
This is superb news..my best wishes to the entire cast n crew..
Joy hog Bangla Cinemar ✌🏻 https://t.co/suGJ480OiF— Dev (@idevadhikari) March 21, 2023
গত মঙ্গলবার জিৎ এ বিষয়ে লিখেছেন, ‘আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে চেঙ্গিস প্রথম বাংলা ছবি হতে চলেছে যা একই সাথে হিন্দিতে মুক্তি পেতে চলেছে। চেঙ্গিস আসছে এই ঈদে। এই ছবিটি প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মদনানি, অমিত জুমরানি। পরিচালকের আসনে আছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।