বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকেই এই সোশ্যাল মিডিয়াকে হাজার হাজার মানুষের সামনে তাদের প্রতিভা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ফলও পাচ্ছেন। আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। আর একজন মেধাবী যদি নিজের প্রতিভা সবার কাছে পৌঁছে দিতে চান! এরপর তিনি তাতে সফল হন। সেটা বলাই বাহুল্য।
কিছু লোক তাদের গান, নাচ, আঁকা বা আবৃত্তির ভিডিও সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে। সবাই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শৈল্পিকতা প্রকাশ করতে আগ্রহী। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। এই ভিডিওটি কিছুক্ষণ আগে সঞ্জয় কুমার নামে এক ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। উল্লেখ্য, এই ভিডিওর ক্যাপশনে ওই ব্যক্তির মুগ্ধতা স্পষ্ট ছিল।
সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওতে, কিশোর কুমারের ‘তেরি মেরি প্রেম কাহিনি’-এর সুরে নাচতে দেখা গেছে এক একর্তিকে। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, ভিডিওটি পাহাড়ি এলাকার।
वाह .. लिटिल चैंप..!!
आपकी प्रतिभा को देख मन आनंदित हो जा रहा है..!
💕#VC : Social Media#PositiveVibes #art #Happiness pic.twitter.com/i89wMLbobb— Sanjay Kumar, Dy. Collector (@dc_sanjay_jas) January 25, 2023
শিশুটিকে কিশোর কুমারের গানের সুরে নাচতে দেখা গেছে, যা বেশিরভাগ নেটিজেনদের খুশি করেছিল। ভিডিওটির কমেন্ট বক্স দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আপাতত এই একাকীত্ব তার নাচে অনেককে খুশি করেছে। আর সেই সূত্র ধরেই এখন কিছু দলের মধ্যে এই ভিডিও চর্চা চলছে।