Breaking News

মেয়েটিকে একা পেয়ে ছেলেটির অবাক কান্ড দেখুন ভাইরাল ভিডিও…।

প্রায় ছেলেরাই মেয়েদের প্রতি একটি আসক্তি বেশি, মেয়েদের থেকে আগে প্রথমেই ছেলেরা মেয়েদের প্রেমে পড়ে, এই প্রেমে পড়া থেকে শুরু হয় ভালোবাসা তারপর তাদের পারিবারিক সম্পর্কে বিয়ে।এরপরেও দেখা যায় তাদের মধ্যে কোন কোন যুবক যুবতী পালিয়ে বিয়ে করতে কিছুতেই স্থির করে, তারপর তারা নিজের যোগ্যতায় পালিয়ে বিয়ে করে, কিছুদিন পর তারা আবার সেই বাড়ীতে ফিরে আসে সংসারী কাজে নিয়োজিত হয়।

প্রথমবার একসঙ্গে টে’লিভিশনের পর্দায় হা’জির হতে যা’চ্ছেন মিঠুন চক্রবর্তী ও দেব। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতীয় বাংলা টেলিভিশন চ্যা’নেল স্টার জলসার ‘ডান্স ডান্স জু’নিয়র’

রিয়েলিটি শো-এর মাস্টার হিসেবে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার এই অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে তার সঙ্গে বিচারক হিসেবে যোগ দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।

ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু-এর বি চরক দেব ও মহাগুরুর আসনে থাকবেন মিঠুন চক্রবর্তী। আরেক বিচারক মনামী ঘোষ। গত রোববার এই তিনজনকে নিয়ে অনুষ্ঠানের প্রোমোর শুটিং হয়েছে বলেও জানা গেছে।

শোটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন যে মিঠুন দা এবং দেবকে প্রথমবার ছোট পর্দায় একসাথে আনা একটি চ্যালেঞ্জ ছিল। তারাও খুব উত্তেজিত। নতুন ধারণা আছে।

‘ডান্স ড্যান্স জুনিয়র’-এর প্রথম সিজনে বিচরক আসনে ছিলেন শ্রাবন্তী-সোহম। তবে বর্তমানে একই চ্যানেলের আরেকটি শো ‘সুপারস্টার পরিবার’ নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী।

অন্যদিকে সোহম জি বাংলা চ্যানেলের মীরাক্কেল-এ বিচারক হিসেবে কাজ করছেন। তাই শোয়ের জন্য নতুন বিচারকের খোঁজ চলছিল। অবশেষে সেই আসনে বসলেন অভিনেতা ও সংসদ সদস্য দেব

About Shariful Islam

Check Also

দুই পুরুষাঙ্গ ও মলদ্বার নিয়ে শিশুর জন্ম, আরো একটি অবাক করা কান্ডের স্বাক্ষী এই নবজাতক

মাগুরায় দুটি পুরুষাঙ্গ ও মলদ্বার নিয়ে জন্ম নিয়েছে এক শিশু। ৬ জুন সোমবার রাত ৯টার …