Breaking News

West Bengal Update: মহার্ঘ ভাতা বৃদ্ধি, মার্চ থেকে রাজ্যের কোন শ্রেণীর কর্মীরা কত বেতন পাবেন?

মার্চ মাস থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এর আগে 2021 সালে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল। সেই অনুযায়ী, মার্চ থেকে রাজ্য সরকারি কর্মীরা 6 শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2021 সালে তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল।

অর্থাৎ নতুন ঘোষণা অনুযায়ী মার্চ মাস থেকে ৬ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এখন অনেক সরকারি কর্মীর মনেই প্রশ্ন, মার্চ থেকে তাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে? এই হিসাবটা একটু দেখে নেওয়া যাক।

2016 সালে, গ্রুপ ডি কর্মীদের প্রবেশের পয়েন্ট ছিল 17,000 টাকা। ২০২২ সাল পর্যন্ত তাদের বেতন বেড়েছে ২০ হাজার ৩০০ টাকা। সেই হিসাব অনুযায়ী এবার ৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। অর্থাৎ হিসাব অনুযায়ী টাকার অঙ্ক হবে মোটামুটি ১২১৮ টাকা। অর্থাৎ প্রতি মাসে তারা এই টাকা পাবেন। অর্থাৎ বছরে সেই অঙ্ক ১৪ হাজার ৬১৬ টাকা। এ টাকা তারা প্রিয় ভাতা হিসেবে পেতে যাচ্ছেন।

অন্যদিকে, 2016 গ্রুপ-সি কর্মচারীর এন্ট্রি পয়েন্ট ছিল 22,700 টাকা। ২০২২ সাল পর্যন্ত তাদের বেতন বেড়েছে ২৭ হাজার ১০০ টাকা। এই পরিমাণের 6% হবে মহার্ঘ ভাতা অর্থাৎ পরিমাণ হবে 1,626 টাকা। সরকারি কর্মচারীরা প্রতি মাসে এই পরিমাণ অর্থাত্‍ সারা বছরে পাবেন 19512 টাকা। ২০১৬ সালে একজন ডিভিশন ক্লার্কের বেতন ছিল ২৮ হাজার ৯০০ টাকা, ২০২২ সালে ইনক্রিমেন্টের পর বেতন দাঁড়ায় ৩৪ হাজার ৫০০ টাকা। ওই টাকার ৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন তিনি। অর্থাৎ প্রতি মাসে অঙ্ক হবে 2070 টাকা। অর্থাৎ মহার্ঘ ভাতা বাবদ বছরে তিনি পাবেন প্রায় ২৪ হাজার ৮৪০ টাকা।

যারা উচ্চ পদে কর্মরত তারা বেশি মহার্ঘ ভাতা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2016 থেকে 2023 সাল পর্যন্ত 7 বছরে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দ্বিগুণ থেকে তিন শতাংশ বাড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2021 এবং 2023 সালে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। যাইহোক, এই মহার্ঘ ভাতা 2021 সালের জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল 2023 এই মহার্ঘ ভাতা মার্চ মাসে প্রয়োগ করা হবে।

About Shariful Islam

Check Also

জানা গেল নোরা ফাতেহির বর্তমান সম্পদের পরিমাণ! চোখ কপালে নেটিজনদের

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবর’, ‘কোমারিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে …