Breaking News

মিঠাই থেকে কোথায় হারিয়ে গেল মিঠাইয়ের দুষ্টু দেওর? নিজেই মুখ খুললেন অভিনেতা

বাংলা টেলিভিশনের খুব জনপ্রিয় সিরিয়াল হল জি বাংলার ‘মিঠাই’। প্রধান চরিত্র সিদ্ধার্থ মিঠাই ছাড়াও দর্শকরা সব সহায়ক চরিত্রকে সমান ভালোবাসা দিয়েছেন। আর এই দীর্ঘ দুই বছরের যাত্রায় প্রতিটি চরিত্রই খুব কাছের হয়ে উঠেছে।

তবে গল্পে কয়েক বছর আগে লিপ নিতে দেখা গেছে। তারপর থেকে এই সিরিয়ালের বেশ কিছু চরিত্রকে আর দেখা যাচ্ছে না। এবং দর্শকরা সিরিজের সেই প্রিয় চরিত্রগুলিকে না দেখে তাদের অনেক মিস করে। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালগুলির ফ্যান পেজগুলিতে প্রায়শই ভক্তদের দ্বারা পুরানো চরিত্রগুলি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন আবেদন থাকে।

আর সেই চরিত্রগুলির মধ্যে একটি হল মিঠাই-এর সিরিয়াল দাদাবাবু-তে সিদ্ধার্থের ছোট ভাই স্যান্ডির চরিত্র। যেখানে অভিনয় করেছেন অভিনেতা ওমকার চক্রবর্তী। তবে শুরুতে এই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা বিশ্ব বোস বিশ্বাসকে।

ছবি:ইন্টারনেট

তাকে দেখে সিরিয়ালের দাদাবাবু চরিত্রটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এক সময় হঠাৎ মিঠাইকে মাঝপথে ফেলে বেরিয়ে আসেন। সেই সময় বিশ্ব বোসকে বদলে দেওয়ার জন্য দর্শকদের রোষের মুখে পড়তে হয়েছিল অভিনেতা ওমকারকে। বুড়ো স্যান্ডি দেখতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন দর্শকরা।

কিন্তু এবার ওমকারকে ধারাবাহিকে না দেখে মিস করছেন দর্শকরা। বর্তমানে ওমকারকে কালারস বাংলা সিরিয়াল ‘ফেরারি মন’-এ নায়কের ভাই পার্থিবের চরিত্রে দেখা যাচ্ছে। এবং মিঠাই সিরিয়ালের গল্পের ট্র্যাক অনুসারে, স্যান্ডি এখন তার স্ত্রী পিঙ্কি জির স্বপ্ন পূরণ করতে মুম্বাই গেছেন।

মিষ্টিকে আবার কবে দেখা যাবে তা এখনই কেউ বলতে পারছেন না। তবে সম্প্রতি এক ডিজিটাল মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা ওমকার জানান, সিনেমায় তাকে দেখা না গেলেও সময় পেলে মিঠাইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …