ক্লাসের মধ্যে স্কুল পোশাকে দুর্দান্ত নেচে তাক লাগালেন যুবক যুবতী, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই এখন। কত সাধারন যুবক-যুবতীরাও অসাধারণ নাচ গান করতে পারে| তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে স্কুলের দুই ছাত্র-ছাত্রী তুমুল নাচ করছে।

স্কুলের মধ্যে রকম নাচের ভিডিও প্রায়শই ভাইরাল হতে দেখি আমরা। ভিডিও শুরু হওয়া মাত্রই দেখা গেল একজন যুবক আর একজন যুবতী স্কুলের ক্লাসরুমে তুমুল নৃত্য করছে।

প্রথমে সেই নাচ শুরু করেছে তরুণীটি আর তার পরে তার সাথে যোগদান করে সেই যুবক। তাদের নাচের চারিপাশে ঘিরে রয়েছে আরও অসংখ্য ছাত্র ছাত্রী। হয়তো তারা কোন স্কুলের প্রোগ্রামের রিহার্সাল করছিল বা হয়ত অফ পিরিয়ডে এমন নাচ করছিল।

তবেই নাচের ভিডিও দেখে অনেকে যেরকম ভালো রেখেছে যেমন অনেকে আবার এই ভিডিওর কটাক্ষ করেছেন। কারণ বিদ্যালয়ের মধ্যে এমন ছাত্র ছাত্রীদের নাচ একদমই ঠিক নয় অনেক নেটিজেন এর মত। অনেকেই বলেছেন স্কুল হচ্ছে পড়ার জায়গা নাচের জায়গা তো নয়। আবার অনেকে এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বলেছেন যে তারা কেন এগুলো করতে দিচ্ছে।

বেশিরভাগ মানুষ এই ভিডিওটিকে দেখে এমনসব মন্তব্য করেছেন। নাচের সময় দেখা গেছে এই দুই ছাত্র ছাত্রীর পরনে রয়েছে তাদের স্কুলের পোশাক।

ছাত্রটির পরনে রয়েছে সাদা জামা এবং প্যান্ট আর শার্ট পরনে আকাশী রংয়ের চুরিদার এবং সাদা ওড়না। ভিডিওটি তিন বছর পুরনো হলেও নতুন করে সোশ্যাল মিডিয়ায় জায়গা করেছে ভিডিওটি।

“ঢাকাই শাড়ি পড়ে তোকে লাগছে বিউটিফুল” জনপ্রিয় এই বাংলা গানটি সঙ্গী নাচ করতে দেখা গেছে এই ছাত্র-ছাত্রীকে। ইউটিউব এর MD Raihan Khondakar নামের একটি চ্যানেল থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে। ১.৫ লক্ষ মানুষ বর্তমানে এই ভিডিওটিকে দেখেছেন এবং লাইক করেছে ৭.৮ হাজার মানুষ।

About Shariful Islam

Check Also

বিবাহিত অথবা অবিবাহিত সকলের পড়া উচিৎ- এক করুণ কাহিনী

এক রাতে কাজ শেষে বাসায় ফেরার পর আমা’র স্ত্রি প্রতিদিনের মত আমাকে নিয়ে রাতের খাবার …